Top

হিংসার রাজনীতির বিপরীতে ছাত্রদল-শিবিরের সৌজন্য বিনিময়

১০ ফেব্রুয়ারি, ২০২৫ ১১:৩৮ পূর্বাহ্ণ
হিংসার রাজনীতির বিপরীতে ছাত্রদল-শিবিরের সৌজন্য বিনিময়
জাবি প্রতিনিধি :

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার প্রথম দিন এক ব্যতিক্রমী দৃশ্যের সাক্ষী হলো ক্যাম্পাস। শাখা ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা একে অপরকে উপহার বিনিময় করেছেন, যা দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনা সৃষ্টি করে।

রবিবার (৯ ফেব্রুয়ারি) চলমান ভর্তি পরীক্ষার সময় এ ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয় ঘুরে দেখা যায়, ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহায়তা করতে বিভিন্ন জেলা সমিতির পাশাপাশি ছাত্রদল, ছাত্রশিবির, ছাত্রফ্রন্ট ও ছাত্র ইউনিয়নের দুইটি অংশসহ বিভিন্ন রাজনৈতিক ছাত্রসংগঠন তথ্য সহায়তাকেন্দ্র স্থাপন করেছে।

জানা যায়, পরীক্ষার দিন শাখা ছাত্রশিবিরের একটি প্রতিনিধি দল কয়েকটি জেলা সমিতি ও ছাত্রসংগঠনের সহায়তাকেন্দ্র পরিদর্শন করে। তারা শাখা ছাত্রদলের সহায়তাকেন্দ্রেও উপস্থিত হন। এসময় শাখা ছাত্রশিবিরের সভাপতি মুহিবুর রহমান মুহিব সৌজন্য স্বরূপ শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবরকে চকোলেট উপহার দেন। জবাবে বাবরও ছাত্রদলের পক্ষ থেকে মুহিবকে কলম উপহার দেন। মুহূর্তটি ক্যামেরাবন্দি হলে তা দ্রুতই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

এ বিষয়ে শিক্ষার্থীদের প্রতিক্রিয়াও ছিল মিশ্র। কেউ কেউ এমন ইতিবাচক উদ্যোগকে প্রশংসা করলেও অনেকে এতে রাজনৈতিক ইঙ্গিত খুঁজেছেন। এক শিক্ষার্থী আরিফ হোসাইন মন্তব্য করেন, “ছাত্রসংগঠনগুলোর মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও শ্রদ্ধাবোধ গড়ে উঠুক, এটাই কাম্য।”

তবে এস এইচ শুভ নামে একজন লেখেন, “হিংসাত্মক রাজনীতি দেখতে দেখতে আমরা অভ্যস্ত হয়ে গেছি। তাই হয়তো এ ধরনের পোস্টে হাহা রিয়েক্টই বেশি পড়ছে।”

এ বিষয়ে শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর বলেন, “শিবিরের সভাপতি নেতৃত্বে তাদের একটি প্রতিনিধি দল আমাদের সহায়তাকেন্দ্রের সামনে দিয়ে যাচ্ছিল। তারা সৌজন্য উপহার হিসেবে চকোলেট দিলে আমরাও কলম ও স্কেল উপহার দিই। এটা শুধু একই বিশ্ববিদ্যালয়ের জুনিয়র সিনিয়র হিসেবে পরস্পর উপহার বিনিময়। আমরা শিবিরের সাথে কোন প্রকার রাজনৈতিক সহবস্থানে যাইনি৷”

শাখা ছাত্রশিবিরের সভাপতি মুহিবুর রহমান মুহিব বলেন, “৫ আগস্টের পর দেশে একটি নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে। ছাত্রসংগঠনগুলোর মধ্যে আদর্শিক প্রতিযোগিতা থাকবে, তবে সেটি হতে হবে সুস্থ ধারার। বর্তমান প্রজন্ম সংঘাত ও অপরাজনীতির রাজনীতি দেখতে চায় না। ছাত্রশিবির রাজনৈতিক সহাবস্থানে বিশ্বাসী।”

এনজে

শেয়ার