গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতন পরিশোধের দাবি, কারখানায় মুঠোফোন নিয়ে প্রবেশের অনুমতি, কোনো কারণ ছাড়াই শ্রমিক ছাঁটাই, প্রশাসন এবং উৎপাদন বিভাগের কর্মকর্তাদের দুর্ব্যবহারের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ক্রাউন এক্সক্লুসিভ ওয়্যার পোশাক কারখানার শ্রমিকরা।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত চার ঘন্টা মাওনা-কালিয়াকৈর সড়কে গাছের ডাল ফেলে আগুন জ্বালিয়ে অবরোধ করে তারা বিক্ষোভ করে।
এ সময় সড়কের উভয় পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হওয়ায় চালক, যাত্রী, আশপাশের কারখানার কর্মকর্তা এবং স্কুল ও কলেজগামী শিক্ষার্থীসহ পথচারীদের দুর্ভোগে পড়তে হয়। পরে কয়েকটি দাবি মেনে নেয়ার ঘোষণা দিলে শ্রমিকরা দুপুর সোয়া ১টায় সড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।
ক্রাউন এক্সক্লুসিভ ওয়্যার পোশাক কারখানার বিক্ষোভকারী শ্রমিকরা জানায়, বকেয়া বেতন পরিশোধের দাবি, বিগত দুই বছরের অর্জিত ছুটির টাকা, টিফিন বিল, হাজিরা বোনাস, কারখানায় মুঠোফোন নিয়ে প্রবেশের অনুমতি, শ্রমিক ছাঁটাই, প্রশাসন এবং উৎপাদন বিভাগের কর্মকর্তাদের দুর্ব্যবহারের প্রতিবাদ জানিয়ে আসছে দীর্ঘদিন যাবত।
কারখানার লিংকিং অপারেটর রফিকুলইসলাম, জোবায়ের হোসেন, সুইং অপারেটর সুলতানা আক্তার এবং জায়েদা খাতুনসহ অন্যান্যরা জানান, কথায় কথায় শ্রমিকদের সাথে খারাপ আচরণ, প্রতিবাদ করলেই কোনো কারণ ছাড়াই ছাঁটাই এবং ছাঁটাইয়ের হুমকি দেয় কর্তৃপক্ষ। দীর্ঘদিন যাবত বকেয়া পরিশোধের দাবীসহ বিভিন্ন দাবী করে আসলেও কর্তৃপক্ষ আমাদের দাবীর কোনো গুরুত্ব দেয় না। যৌক্তিক কোনো আবেদন জানালেই দুর্ব্যবহার করে, তাদের সাথে উৎপাদন বিভাগের সুইং ইনচার্জ কাইয়ূম ও লিংকিং ইনচার্জ ফেরদৌস খারাপ আচরণ করে। তার ওই দুই কর্মকর্তার অপসারণ দাবী করে। বর্তমান বাজার মূল্যো আমাদেরকে যে বেতন দেওয়া হয় সেই বেতনে ছেলে-মেয়ে নিয়ে সংসার চালাকো খুব কষ্ট হয়ে যায়। সঠিক সময়ে বেতন এবং অন্যান্য পাওনা সুবিধা না দিলে কষ্টে জীবন যাপন করতে হয়।
গাজীপুর শিল্প পুলিশের ইনচার্জ (শ্রীপুর জোন) আব্দুল লতিফ বলেন, বিভিন্ন দাবিতে শ্রমিকেরা মাওনা-কালিয়াকৈর সড়কে অবরোধ করে বিক্ষোভ করছিল। পরে শ্রমিক প্রতিনিধিদেরকে সাথে নিয়ে কারখানা কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। কারখানা কর্তৃপক্ষের শ্রমিকদের কয়েকটি দাবি মেনে নেওয়ায় শ্রমিকেরা সড়ক থেকে সরে গেলে দুপুরে যান চণাচল স্বাভাবিক হয়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল বলেন, খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিল্প পুলিশকে সাথে নিয়ে শ্রমিক ও মালিক পক্ষের সাথে কথা বলে সমাধান করা হয়েছে। তাদের দাবীর মধ্যে কারখানায় মুঠোফোন ব্যবহারের অনুমতি ও দুইজন ইনচার্জকে দায়িত্ব থকে অপসারনের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।
এসব বিষয়ে ক্রাউন এক্সক্লুসিভ ওয়্যার পোশাক কারখানার কোনো কর্মকর্তা গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলতে রাজি হননি।
এম জি