গাজীপুর সেল্ফ ইনোভেশন ফ্যাশন লিমিটেড পোশাক কারখানার শ্রমিকরা তাদের দুই মাসের বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। এতে ওই মহাসড়কের উভয় পাশে তিন কিলো মিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়। ঘরে ফেরা যাত্রীসহ পরিবহন চালকরা এবং পথচারীদের দুর্ভোগে পড়তে হয়েছে। রবিবার (৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টায় গাছা থানার হারিকেন এলাকায় শ্রমিকেরা মহাসড়কে শুয়ে অবরোধ করে।
শিল্প পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইসমাইল হোসেন বলেন, বিক্ষোভকারী শ্রমিকেরা অভিযোগ তারা গত দুই মাস ধরে বেতন ভাতা পাচ্ছেন না। কারখানা কর্তৃপক্ষের কাছে বারবার দাবি জানিয়ে আসলেও কোনো সুরাহা হয়নি। খবর পেয়ে শিল্প পুলিশ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সঙ্গে আলোচনা করেছেন।
গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র গাজীপুর জেলা শাখার সভাপতি জিয়াউর কবীর খোকন বলেন, সেল্ফ ইনোভেশন ফ্যাশন লিমিটেড পোশাক কারখানার শ্রমিকরা বকেয়া বেতন পরিশোধের দাবিতে মহানগরীর গাছা থানাধীন হারিকেন এলাকায় মহাসড়কে শুয়ে অবস্থান নিয়ে অবরোধ করে রাখছে।
এনজে