Top

গাজীপুর জেলা বিএনপির সংশোধিত আহ্বায়ক কমিটি ঘোষণায় আনন্দ মিছিল

১১ ফেব্রুয়ারি, ২০২৫ ৩:১১ অপরাহ্ণ
গাজীপুর জেলা বিএনপির সংশোধিত আহ্বায়ক কমিটি ঘোষণায় আনন্দ মিছিল
গাজীপুর প্রতিনিধি :

গাজীপুর জেলা বিএনপির সংশোধিত আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ন মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত পত্রে সংশোধিত আংশিক আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়।

সংশোধিত আংশিক আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দরা হলেন, আহ্বায়ক ফজলুল হক মিলন, এক নম্বর যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু, যুগ্ম আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান এবং সদস্য সচিব চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী।

অনুমোদিত পুনর্গঠিত আংশিক আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দকে তিনটি নির্দেশনাও দেওয়া হয়েছে। নির্দেশনাগুলো হলো জেলাধীন উপজেলা, থানা ও পৌর কমিটি অনুমোদন দিতে হলে আহ্বায়ক, এক নম্বর যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিবের যৌথ স্বাক্ষরে অনুমোদন দিতে হবে। আগামী ৭ দিনের মধ্যে ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করে কেন্দ্রে জমা দিতে হবে। আগামী ৯০ দিনের মধ্যে গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি, জেলার সব স্তরের ইউনিটসমূহে সম্মেলন ও কাউন্সিল শেষ করা পর জেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিল করতে হবে।

এদিকে, গাজীপুর জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটিতে অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চুকে এক নম্বর যুগ্ম আহ্বায়ক নির্বাচিত করায় তাঁর নির্বাচনী এলাকা শ্রীপুর শহরে কৃষকদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাহীনআহমেদ মোমতাজী, গাজীপুর জেলা বিএনপির সাবেক কৃষি বিষয়ক সম্পাদক শরিফ আহমেদ সিদ্দিকী, শ্রীপুর পৌর বিএনপির সহ-সভাপতি সাইফুল হক মোল্লা, সাংগঠনিক সম্পাদক খোকন প্রধান, শ্রীপুর পৌর বিএনপির সহ-সভাপতি আবুল হোসেন প্রধানের নেতৃত্বে পৌসভার গড়গড়িয়া মাষ্টারবাড়ী এলাকায় এবং শ্রীপুর উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব রানা আহমেদের নেতৃত্বে মাওনা চৌরাস্তায় আনন্দ মিছিল করেছেন। ওইসব মিছিলে বিএনপি, যুবদল, শ্রমিকদলসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশগ্রহন করে। দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন নেতাকর্মীরা।

প্রসঙ্গত, রবিবার (২ ফেব্রুয়ারি) মেয়াদোত্তীর্ণ গাজীপুর জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করে তিন সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। বিলুপ্ত কমিটির সভাপতি ফজলুল হক মিলনকে আহ্বায়ক, সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নানকে এক নম্বর যুগ্ম আহ্বায়ক এবং এচৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীকে যুগ্ম আহ্বায়ক ঘোষনা করা হয়েছিল। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ওই কমিটির অনুমোদন দিয়েছিলেন।

এনজে

শেয়ার