Top

আজ বায়ুদূষণে শীর্ষে দিল্লি, ঢাকা ষষ্ঠ

১১ ফেব্রুয়ারি, ২০২৫ ১০:৫৬ পূর্বাহ্ণ
আজ বায়ুদূষণে শীর্ষে দিল্লি, ঢাকা ষষ্ঠ
নিজস্ব প্রতিবেদক :

বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা (আইকিউএয়ার) সূচকে বায়ুদূষণের তালিকায় আজ শীর্ষে রয়েছে ভারতের দিল্লি। দ্বিতীয় অবস্থানে রয়েছে ভিয়েতনামের হ্যানয়। আর ষষ্ঠ অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৩০ মিনিটে সংস্থাটির সূচক থেকে জানা গেছে এসব তথ্য।

বিশ্বের বায়ুদূষণ তালিকার শীর্ষে অবস্থান করা দিল্লির দূষণ স্কোর ৩১৪ অর্থাৎ এই শহরের বাতাস বিপজ্জনক পর্যায়ে রয়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা হ্যানয়ের স্কোর ২৩৩ অর্থাৎ সেখানকার বাতাস খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

তৃতীয় অবস্থানে রয়েছে নেপালের কাঠমান্ডু। চতুর্থ অবস্থানে পাকিস্তানের লাহোর, পঞ্চম অবস্থানে বসনিয়া হার্জেগোভিনার সারাজেভো।

ষষ্ঠ অবস্থানে ঢাকা এবং ঢাকার দূষণ স্কোর ১৮৪ অর্থাৎ এখানকার বাতাস অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

এনজে

শেয়ার