Top

শাহরাস্তিতে যুবলীগ নেতা মাহফুজ আটক

১১ ফেব্রুয়ারি, ২০২৫ ৫:০২ অপরাহ্ণ
শাহরাস্তিতে যুবলীগ নেতা মাহফুজ আটক
শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি :

চাঁদপুরের শাহরাস্তি উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুল কবিরকে আটক করেছে শাহরাস্তি থানা পুলিশ।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে উস্কানিমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।

আটকের বিষয় নিশ্চিত করেছেন শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আবুল বাশার।

ওসি জানান, সে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে উস্কানিমূলক কর্মকাণ্ড পরিচালনা করছে। তার বিরুদ্ধে মামলা রয়েছে।

এম জি

শেয়ার