Top

ডেভিল হান্ট: চাঁদপুরে ইউপি চেয়ারম্যান কামরুল গ্রেফতার

১১ ফেব্রুয়ারি, ২০২৫ ৭:২৭ অপরাহ্ণ
ডেভিল হান্ট: চাঁদপুরে ইউপি চেয়ারম্যান কামরুল গ্রেফতার
চাঁদপুর প্রতিনিধি :

‘অপারেশন ডেভিল হান্ট’ এর অংশ হিসেবে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রূপসা উত্তর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান কাউসারুল আলম কামরুলকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করেন ফরিদগঞ্জ থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেন ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম।

কামরুল ওই ইউনিয়নের পশ্চিম রূপসা গ্রামের মৃত আব্দুল সাত্তারের ছেলে এবং জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

স্থানীয়রা জানান, গেল বছর ৫ আগস্ট ছাত্রজনতার গণঅভ্যুথানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ইউনিয়ন পরিষদ কার্যালয় ও রুপসা বাজারে চেয়ারম্যান কামরুলের নিজস্ব কার্যালয় ভাংচুর করা হয়। এরপর কামরুল বেশ কয়েকদিন আত্মগোপনে ছিলেন।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম বলেন, চেয়ারম্যান কাউসারুল আলম কামরুলের বিরুদ্ধে নাশকতার ঘটনায় মামলা রয়েছে। তাকে চাঁদপুর আদালতে পাঠানো হবে।

এম জি

শেয়ার