Top
সর্বশেষ

ব্র্যাক ব্যাংক-গ্রামীণ হেলথকেয়ারের ৪২,০০০ মানুষকে চক্ষুসেবা দিতে ‍চুক্তি

১০ ফেব্রুয়ারি, ২০২৫ ৬:৩৭ অপরাহ্ণ
ব্র্যাক ব্যাংক-গ্রামীণ হেলথকেয়ারের ৪২,০০০ মানুষকে চক্ষুসেবা দিতে ‍চুক্তি
নিজস্ব প্রতিবেদক :

ব্র্যাক ব্যাংক ও গ্রামীণ হেলথকেয়ার সার্ভিসেস লিমিটেড সম্প্রতি বগুড়া ও ঠাকুরগাঁও জেলার ৪২,০০০ এরও বেশি সুবিধাবঞ্চিত মানুষের বিনামূল্যে চোখ পরীক্ষা এবং চক্ষুসেবা দেওয়ার লক্ষ্যে একটি চুক্তি স্বাক্ষর করেছে।

ব্র্যাক ব্যাংকের ফ্ল্যাগশিপ সিএসআর প্রোগ্রাম ‘ব্র্যাক ব্যাংক অপরাজেয় আমি’-এর অংশ হিসেবে এই উদ্যোগটি নেওয়া হয়েছে। এই চুক্তির আওতায় অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা জনগোষ্ঠীর দৃষ্টিশক্তি উন্নত করতে তাঁদের বিশেষ লেন্স এবং ইন্ট্রা-ওকুলার লেন্স (আইওএল) ইমপ্লান্টসহ বিনামূল্যে চোখের ছানি অপসারণ করা হবে।

রোগীরা যাতে ডায়াগনস্টিক, সার্জারি এবং অস্ত্রোপচার-পরবর্তী সেবা পান, এই উদ্যোগের মাধ্যমে সেটি নিশ্চিত করা হবে। এর ফলে সুবিধাবঞ্চিত মানুষদের স্বাস্থ্যসেবা নিশ্চিত হওয়ার পাশাপাশি প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তিও নিশ্চিত হবে।

এই উদ্যোগের মূল লক্ষ্য হলো, মানুষের দৃষ্টিশক্তি ফেরাতে সহায়তা করা, যা তাঁদের জীবনযাত্রার মানোন্নয়ন এবং সমাজ ও কর্মক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলতে ভূমিকা রাখবে।

১০ ফেব্রুয়ারি ২০২৫ ঢাকায় গ্রামীণ হেলথকেয়ারের প্রধান কার্যালয়ে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম রেজা ফরহাদ হোসেন এবং গ্রামীণ হেলথকেয়ারের ম্যানেজিং ডিরেক্টর শামসুল হক আহমেদ এই চুক্তিতে স্বাক্ষর করেন।

এই সময় গ্রামীণ গ্রুপের চেয়ারম্যান মো: আশরাফুল হাসান, ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব কর্পোরেট অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিং তারেক রেফাত উল্লাহ খান এবং হেড অব কমিউনিকেশন ইকরাম কবীর উপস্থিত ছিলেন।

এই উদ্যোগ সম্পর্কে মো: আশরাফুল হাসান বলেন, “এই যৌথ-উদ্যোগের মাধ্যমে শুধু মানুষের দৃষ্টিশক্তি ফেরানোই নয়, বরং অর্থের অভাবে যাঁরা প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিতে পারেন না, তাঁদের জন্য উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাও আমাদের উদ্দেশ্য। আমি আশা করছি এই উদ্যোগটি মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে। এমন একটি উদ্যোগের অংশ হতে পেরে আমরা আনন্দিত।”

সেলিম রেজা ফরহাদ হোসেন বলেন, “আমাদের এই উদ্যোগটি সুবিধাবঞ্চিতদের কেবল স্বাস্থ্যসেবা দেওয়ার উদ্দেশ্যেই নয়, বরং আর্থিক অবস্থা নির্বিশেষে তাঁরা সকলেই যেন অর্থবহ জীবনযাপনের সুযোগ পান, সেই কারণেও নেওয়া হয়েছে।”

একটি মূল্যবোধ-নির্ভর প্রতিষ্ঠান হিসেবে ব্র্যাক ব্যাংক নিজেদের সিএসআর উদ্যোগগুলোকে এমনভাবে কাজে লাগাতে প্রতিশ্রুতিবদ্ধ, যা আর্থিক এবং সামাজিক বাধা দূর করে সবার জন্য সুযোগ তৈরি করে দেবে, যাতে প্রত্যেকে নিজ সম্ভাবনার পূর্ণ বিকাশ ঘটিয়ে অর্থপূর্ণ জীবন যাপনের সুযোগ পান।

‘অপরাজেয় আমি’ উদ্যোগটি সামাজিক উন্নয়ন এবং আরও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের লক্ষ্যে ব্র্যাক ব্যাংকের দৃঢ় প্রতিশ্রুতির প্রতিফলন।

এনজে

শেয়ার