Top

জাকারিয়া পিন্টুর খালাসের খবরে ঈশ্বরদীতে আনন্দ উল্লাস

০৫ ফেব্রুয়ারি, ২০২৫ ৬:০২ অপরাহ্ণ
জাকারিয়া পিন্টুর খালাসের খবরে ঈশ্বরদীতে আনন্দ উল্লাস
স্টাফ রিপোর্টার, পাবনা :

পাবনার ঈশ্বরদীতে শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় মৃত্যুদণ্ডাদেশ পাওয়া জাকারিয়া পিন্টুসহ ৯ বিএনপি নেতাকে খালাসের খবরে ঈশ্বরদীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এতে ঈদের মতো আনন্দ বইছে ঈশ্বরদীবাসীর মনে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মেহেদী হাসানের নির্দেশে, বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে আগত নেতাকর্মীরা শহরের বাস স্ট্যান্ড এলাকায় জড়ো হয়। পরে সেখান থেকে একটি র‍্যালি বের হয়ে পোস্ট অফিস মোড় হয়ে ঈশ্বরদী সরকারি কলেজ রোড দিয়ে শহরের টেম্পু স্ট্যান্ডে এসে পথসভায় পরিণত হয়।

এসময় নেতাকর্মীরা বলেন, ঈশ্বরদী আটঘরিয়ার গনমানুষের নেতা জাকারিয়া পিন্টুর নির্দেশে অতীতেও তার কর্মীরা সক্রিয় ছিল। ভবিষ্যতেও সকল বাধা মোকাবেলা করতে প্রস্তুত রয়েছে৷

এম জি

শেয়ার