Top
সর্বশেষ
শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৯ জনসহ সবাই খালাস  আইএলওর মানদণ্ডে উন্নীত করতে শ্রম আইনের সংস্কার হচ্ছে: ড. ইউনূস  উত্তরাঞ্চলের সব পেট্রোল পাম্পে অনির্দিষ্টকালের ধর্মঘট দুপুরে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শেষ হবে আখেরি মোনাজাতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বায়ু ‘দুর্যোগপূর্ণ’ জানুয়ারিতে মূল্যস্ফীতি কমে ৯.৯৪ শতাংশ ৬৪৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে নগদের সাবেক চেয়ারম্যান-এমডির বিরুদ্ধে মামলা ক্ষমতায় এলে সবার জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেবে বিএনপি: খন্দকার মোশাররফ পশ্চিম তীরে ইসরাইলি সামরিক অভিযানের নিন্দা ইরানের

আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বায়ু ‘দুর্যোগপূর্ণ’

০৫ ফেব্রুয়ারি, ২০২৫ ৯:১৩ পূর্বাহ্ণ
আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বায়ু ‘দুর্যোগপূর্ণ’
নিজস্ব প্রতিবেদক :

বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা (আইকিউএয়ার) সূচকে  বিশ্বের দূষিত বায়ুর শহরগুলোর মধ্যে আজও বাংলাদেশের রাজধানী ঢাকা শীর্ষে অবস্থান করছে। বিশ্বের ১২৩টি শহরের মধ্যে প্রথমে থাকা ঢাকার বায়ু আজ ‘দুর্যোগপূর্ণ’ অবস্থায় রয়েছে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৮টায় সংস্থাটির সূচক থেকে এসব তথ্য জানা গেছে।

সূচক অনুযায়ী, দূষণ তালিকার শীর্ষে থাকা ঢাকার স্কোর ৩৩০। অর্থাৎ শহরটির বায়ু আজ ‘দুর্যোগপূর্ণ’। দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকতা। তাদের স্কোর ২৫৭ অর্থাৎ এই শহরের বাতাস আজ ‘খুবই অস্বাস্থ্যকর’। ১৯২ স্কোর নিয়ে তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের রাজধানী লাহোর, অর্থাৎ শহরটির বায়ু আজ ‘অস্বাস্থ্যকর’।

গাছ লাগিয়ে ধুলিদূষণ কমানো সম্ভব, যা পদ্মা সেতু এলাকায় দেখা গেছে

তালিকায় চতুর্থ নম্বরে রয়েছে ভারতের রাজধানী দিল্লি। এই শহরের দূষণ স্কোর ১৮৯ অর্থাৎ এখানকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে। এছাড়াও আরও ১১টি শহরের বায়ু আজ ‘অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে বলে আইকিউএয়ার জানিয়েছে।

আইকিউএয়ার অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

এনজে

শেয়ার