গাজীপুরের তুরাগ তীরে তাবলিগ জামাতের টানা ৬ দিনের বিশ্ব ইজতেমাআজ আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে । বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ইজতেমার মিডিয়া সমন্বয়কারী মো. হাবিবুল্লাহ রায়হান।
বুধবার বাদ ফজর মুসল্লিদের উদ্দেশে বয়ান করেন ভারতের বেঙ্গালোরের মাওলানা মো. ফারুক। তার বয়ান বাংলায় তর্জমা করেন মুফতি আমানুল হক। সকাল সাড়ে নয়টায় বয়ান করবেন ভারতের মাওলানা আব্দুর রহমান। বয়ানের পর গুরুত্বপূর্ণ নসিহতমূলক বয়ান করবেন ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা। আখেরি মোনাজাত পরিচালনা করবেন বাংলাদেশের মাওলানা জুবায়ের। তিনি প্রথম ধাপের আখেরি মোনাজাতও পরিচালনা করেছিলেন।
এদিকে ইজতেমার আখেরি মোনাজাতে যোগ দিতে আজও গাজীপুর ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা ইজতেমা ময়দানের দিকে আসছেন। মোনাজাতে অংশগ্রহণ ও মুসল্লিদের নির্বিঘ্নে যাতায়াতের জন্য গাজীপুর মেট্রোপলিটন ট্রাফিক পুলিশ বিশেষ ব্যবস্থা নিয়েছে। আব্দুল্লাহপুর, মিরের বাজার, ভোগড়া বাইপাস মোড় থেকে ঢাকা-ময়মনসিংহ সড়কটি ব্যবহার না করে বিকল্প সড়ক ব্যবহারের জন্য সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে। মোনাজাত শেষে মুসল্লিদের বাড়ি ফিরতে বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে বাংলাদেশ রেলওয়ে।
এনজে