Top
সর্বশেষ
চলতি হিসাবে উদ্বৃত্ত, কমেছে বাণিজ্য ঘাটতি শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৯ জনসহ সবাই খালাস  আইএলওর মানদণ্ডে উন্নীত করতে শ্রম আইনের সংস্কার হচ্ছে: ড. ইউনূস  উত্তরাঞ্চলের সব পেট্রোল পাম্পে অনির্দিষ্টকালের ধর্মঘট দুপুরে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শেষ হবে আখেরি মোনাজাতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বায়ু ‘দুর্যোগপূর্ণ’ জানুয়ারিতে মূল্যস্ফীতি কমে ৯.৯৪ শতাংশ ৬৪৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে নগদের সাবেক চেয়ারম্যান-এমডির বিরুদ্ধে মামলা ক্ষমতায় এলে সবার জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেবে বিএনপি: খন্দকার মোশাররফ

বাকৃবিতে বৃহত্তর খুলনা সমিতির নতুন কমিটি গঠিত

০৫ ফেব্রুয়ারি, ২০২৫ ১২:২৯ অপরাহ্ণ
বাকৃবিতে বৃহত্তর খুলনা সমিতির নতুন কমিটি গঠিত
বাকৃবি প্রতিনিধি :

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বৃহত্তর খুলনা সমিতির (সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট) নতুন কমিটি গঠিত হয়েছে। কমিটিতে পশুপালন অনুষদের পোল্ট্রি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো ইলিয়াস হোসেন সভাপতি এবং কৃষি অনুষদের স্নাতকোত্তর শিক্ষার্থী কাইয়ুম হাসান সাধারন সম্পাদক মনোনীত হয়েছে।

মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের পশুপালন অনুষদের গ্যালারিতে বৃহত্তর খুলনা সমিতির নবীন বরণ অনুষ্ঠানে এই কমিটি গঠন করা হয়।

নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. জি.এম. মুজিবর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশু পালন অনুষদের ডিন অধ্যাপক ড. মো রুহুল আমিন । এছাড়াও অধ্যাপক ড এম নজরুল ইসলামসহ বৃহত্তর খুলনা সমিতির সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।

নবগঠিত কমিটির অন্য সদস্যরা হলেন, সহ সভাপতি অধ্যাপক ড এ কে এম আহসান কবীর ও এস এম আরিফুল ইসলাম, যুগ্ম সম্পাদক শেখ আজমল ও জান্নাতুল মাওয়া দিবা, সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইনান আহমেদ, কোষাধ্যক্ষ সেঁজুতি সরকার, দপ্তর সম্পাদক অভিক সরকার, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাবিহা সুলতানা বৃষ্টি, সাংস্কৃতিক সম্পাদক মো সামিউল ইসলাম রুহান, সমাজকল্যান বিষয়ক সম্পাদক পুষ্পিতা পাল, ক্রীড়া সম্পাদক মো আলিফ রিয়াদ খান।

এছাড়াও কমিটিতে জন নির্বাহী সদস্য সৌরভ ঢালী, আল নাহিয়ান হিমেল, নাহিদ হাছানসহ ১০ জন নির্বাহী সদস্য মনোনীত হয়েছেন।

এনজে

শেয়ার