Top
সর্বশেষ

জাবি কুরআন এন্ড কালচারাল স্টাডি ক্লাবের নতুন কমিটি ঘোষণা

০৫ ফেব্রুয়ারি, ২০২৫ ২:০৫ অপরাহ্ণ
জাবি কুরআন এন্ড কালচারাল স্টাডি ক্লাবের নতুন কমিটি ঘোষণা
জাবি প্রতিনিধি :

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সক্রিয় ও জনপ্রিয় সংগঠন ‘কুরআন এন্ড কালচারাল স্টাডি ক্লাব (কিউসিএসসি-জেইউ)’-এর নতুন কার্যনির্বাহী পরিষদ ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী মুহিবুল্লাহ এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইংরেজি বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী মোঃ ওয়ালীউল্লাহ আল মাহদী।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

নতুন কার্যনির্বাহী পরিষদ তিনটি মূল বিভাগে বিভক্ত মেল সেকশন, সমাজকল্যাণ ও সাংস্কৃতিক বিভাগ, এবং আইটি ও মিডিয়া বিভাগ।

মেল সেকশনে অন্য সদস্যদের মধ্যে সহ-সভাপতি আশিক ইকবাল, সাইফ খান, সাধারণ সম্পাদক মোঃ ওয়ালীউল্লাহ আল মাহদী, সাংগঠনিক সম্পাদক আলী আহমদ, কোষাধ্যক্ষ তানভীর, দপ্তর সম্পাদক হাসান, প্রচার সম্পাদক অনিক, শিক্ষা ও প্রকাশনা বিভাগীয় প্রধান কামরুদ্দিন।

সমাজকল্যাণ ও সাংস্কৃতিক বিভাগের দায়িত্বপ্রাপ্তদের মধ্যে বিভাগীয় প্রধান শামীম আফজাল, কার্যকরী সদস্য সাদমান জাহাঙ্গীর, রাকিব, আব্দুল হালিম, মোস্তাফিজুর রহমান, আসিব হোসেন।

আইটি ও মিডিয়া বিভাগের দায়িত্বপ্রাপ্তদের মধ্যে বিভাগীয় প্রধান কামরুজ্জামান নুর, কার্যকরী সদস্য ওমর ফারুক, মোস্তাফিজুর রহমান, মনোয়ার হোসেন, মাহাথীর, হাসিবুর রহমান।

নবনির্বাচিত সভাপতি মুহিবুল্লাহ বলেন, “এই ক্লাবটির উদ্দেশ্য শুধু কুরআনের শিক্ষা ও সংস্কৃতির প্রতিফলন নয়, বরং ছাত্র-ছাত্রীদের মধ্যে ইসলামের প্রকৃত শিক্ষা, মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়িত্ববোধের উন্নয়ন ঘটানো।

তাছাড়া, কুরআন শুধুমাত্র একটি ধর্মীয় গ্রন্থ নয়, এটি আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রের জন্য দিকনির্দেশনা দেয়। এর মাঝে রয়েছে জীবনদর্শন, নৈতিকতা, সহানুভূতি ও সামাজিক ন্যায়বিচারের মূলনীতি। এই ক্লাবটি সেই মূল্যায়ন ও শিক্ষা ছড়িয়ে দেওয়ার জন্য একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে, যেখানে ছাত্র-ছাত্রীরা কুরআন ও সংস্কৃতি নিয়ে আলোচনা করবে, গবেষণা করবে এবং আত্মোন্নতির পথে এগিয়ে যাবে।”

উল্লেখ্য, ক্লাবটি গত ৬ নভেম্বর নবীন শিক্ষার্থীদের মধ্যে ১,৫০০ কোরআন বিতরণের মাধ্যমে নবীন বরণ অনুষ্ঠান আয়োজন করে, যা ক্যাম্পাসে ব্যাপক সাড়া ফেলে।

এনজে

শেয়ার