Top
সর্বশেষ
৬৪৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে নগদের সাবেক চেয়ারম্যান-এমডির বিরুদ্ধে মামলা ক্ষমতায় এলে সবার জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেবে বিএনপি: খন্দকার মোশাররফ পশ্চিম তীরে ইসরাইলি সামরিক অভিযানের নিন্দা ইরানের অবৈধ ভারতীয়দের দেশে ফেরত পাঠালো ট্রাম্প প্রশাসন আইকিউএয়ার সূচকে আজ বায়ুদূষণে শীর্ষে ঢাকা ময়মনসিংহে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেফতার কানাডা-মেক্সিকোর ওপর ট্রাম্পের শুল্ক আরোপের সিদ্ধান্ত স্থগিত শেকৃবিতে আওয়ামী লীগের লিফলেট বিতরণকারী আটক চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অভিযানের নির্দেশ প্রধান উপদেষ্টার বাসের চাপায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী নিহত

পাবনাবাসীকে ধানের শীষের প্রতীক তুলে দিলেন এস এম আদনান

০৪ ফেব্রুয়ারি, ২০২৫ ২:৫৮ অপরাহ্ণ
পাবনাবাসীকে ধানের শীষের প্রতীক তুলে দিলেন এস এম আদনান
স্টাফ রিপোর্টার, পাবনা :

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের জন্য কাজ করছেন পাবনা জেলা সেচ্ছাসেবক দলের সদস্য (সহ-দপ্তর) এস এম আদনান উদ্দিন।

মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) সকাল থেকে প্রত্যন্ত গ্রাম থেকে শহরে সাধারণ মানুষের দ্বারে দ্বারে ঘুরে এ কর্মসূচি পালন করেন। প্রতিনিয়তই  দিচ্ছেন তারেক রহমানের ৩১ দফার লিফলেট ও ধানের শীষ প্রতীকের প্রচারণা ।

৩১ দফার মধ্যে রয়েছে সংবিধান সংস্কার কমিশন গঠন, সম্প্রীতিমূলক ‘রেইনবো নেশন’ (সমন্বিত রাষ্ট্রসত্তা) প্রতিষ্ঠা ও জাতীয় সমন্বয় কমিশন গঠন, নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুনঃপ্রবর্তন, রাষ্ট্রীয় ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা, প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের সময়সীমা নির্ধারণ। বিএনপি সংস্কার প্রস্তাবে আইন সভায় উচ্চকক্ষের প্রবর্তন, সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন, নির্বাচন কমিশন ও নির্বাচনব্যবস্থার সংস্কার এবং সংশ্লিষ্ট আইন ও বিধি সংশোধনের কথাও বলা হয়েছে।

বিচার বিভাগ নিয়ে বিএনপি বলেছে, সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের পুনর্গঠন, জুডিশিয়াল কমিশন গঠন, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পুনঃপ্রবর্তন ও সংবিধানের আলোকে বিচারপতি নিয়োগ আইন প্রণয়ন করা হবে।

দলটি প্রশাসনিক সংস্কার কমিশন গঠন, মিডিয়া কমিশন গঠন, দুর্নীতি প্রতিরোধে দৃশ্যমান কার্যকর ব্যবস্থা গ্রহণ ও ন্যায়পাল নিয়োগেরও প্রস্তাব করেছে।

এই দফাগুলো বাস্তবায়ন হলে সাধারণ মানুষ তার ন্যায্য অধিকার যেমন পাবে, দেশের সন্ত্রাস নৈরাজ্য রাহাজানি থাকবে না। সেই জন্যই তারেক রহমানের ৩১ দফার মানুষের কাছে তুলে ধরতে গ্রাম থেকে শহরে  মানুষ কাছে এই বার্তা পৌঁছে দিচ্ছি বলে জানান আদনান।

আরো উপস্থিত ছিলেন, জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক শরিফুল ইসলাম, পাবনা জেলা ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল নাহিয়ান, সদর উপজেলা ছাত্রদল নেতা শামীম ইসলাম, রুপম ইসলাম, জিসান হোসেন, মাহফুজ আলী প্রমুখ।

এনজে

শেয়ার