চাঁদপুর শহরের পুরান বাজার মেরকাটিজ রোডস্থ ঐতিহ্যবাহী ২নং বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদেরকে সংবর্ধনা দেয়া হয়েছে।
বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে বিদ্যালয় মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ,মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন,সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভব রঞ্জন দাস।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক তাছলিমা বেগম।
উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মানসুর আহমেদ এর সভাপতিত্বে ও বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক ধ্রুব রাজ বণিকের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পুরান বাজার মধুসূদন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গণেশ চন্দ্র দাস, পুরান বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলী হোসেন,বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি এডভোকেট জামিল হায়দার বুলবুল ও পিটিআই সভাপতি বিএম ওমর ফারুক।
এছাড়াও বক্তব্য রাখেন, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক দুলাল গোস্বামী, জাকির হোসেন খান শিপন, শাহীন খান,ইউসা শেখ,সোলায়মান ঢালী।
এদিন ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানের পাশাপাশি ৫১ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়েছে।
এম জি