Top
সর্বশেষ
শিরোপা ধরে রাখতে বরিশালের সামনে বড় লক্ষ্য দিলো চিটাগং কিংস আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার নারায়ণগঞ্জের সেই গডফাদার কোথায়: জামায়াত আমীর ইসরাইলের তৈরি বালুর ঢিবি থেকে ৬৬ ফিলিস্তিনির লাশ উদ্ধার আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা ভাঙচুর-অগ্নিসংযোগের চেষ্টা শক্তভাবে প্রতিহত করবে সরকার: প্রধান উপদেষ্টা রিজার্ভ বেড়ে ফের ২০ বিলিয়ন ডলারের ঘরে একুশে পদক পাচ্ছেন মাহমুদুর রহমানসহ ১৪ বিশিষ্টজন ও নারী ফুটবল দল সরকারের বিবৃতি: শেখ হাসিনার উসকানিমূলক বক্তব্যে ক্রোধের বহিঃপ্রকাশ ৩২ নম্বরে ভাঙচুর দিনাজপুরে ৬টি আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ঘোষণা

আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদেরকে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে: ড. হেলাল উদ্দিন

০৭ ফেব্রুয়ারি, ২০২৫ ৮:১৯ অপরাহ্ণ
আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদেরকে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে: ড. হেলাল উদ্দিন

নিজস্ব প্রতিবেদক: আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদেরকে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের সহ-সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য এবং ঢাকা মহানগরীর দক্ষিণের নায়েবে আমীর এডভোকেট ড. হেলাল উদ্দিন।

আজ শুক্রবার বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল বগুড়া ইউনিটের সভাপতি এডভোকেট রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

এডভোকেট ড. হেলাল উদ্দিন বলেন, বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ সময় অতিক্রম করছে। যখন কোন রাজনৈতিক নেতৃত্ব প্রশাসনে নেই। একটি অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে। এর পূর্বে দীর্ঘ ১৫বছর একটি ফ্যাসীবাদী দলের নির্যাতন ও নিষ্পেষণ এর স্বীকার সমগ্র জনগণ। ছাত্রজনতার আন্দোলনের মাধ্যমে ফ্যাসীস্ট সরকারের পতনের পর পাশ্বর্তী দেশে প্রধানমন্ত্রী তার পরিবার ও কেন্দ্রীয় নেতারা পালিয়ে গেলেও বেশির ভাগ নেতারা দেশে গা-ঢাকা দিয়েছেন। দেশে কোন রাজনৈতিক সরকার না থাকায় বর্তমানে আইনের শাসন ও সুবিচার প্রতিষ্ঠা সম্ভব। যে কাজগুলো করা সম্ভব হচ্ছেনা, বিজ্ঞ আইনজীবীদের সহযোগিতা ও সদিচ্ছার ফলে ইনশাআল্লাহ সুশাসন নিশ্চিত করা সম্ভব হবে। বিচার বিভাগ থেকে ফ্যাসীস্টদের বিতাড়িত করে মাজদা’র হোসেন মামলায় বিচার বিভাগ পৃথককরণ করতে যে সিদ্ধান্ত ছিলো তা বাস্তবায়ন সম্ভব হবে। অন্তর্র্বতী সরকারের কে বৈষম্যমুক্ত ও সুশাসনের বাংলাদেশ প্রতিষ্ঠায় ল’ইয়ার্স কাউন্সিলের সকল আইনজীবী সরকারের পাশে থেকে সর্বাত্মক সহযোগিতা করবে।

তিনি বলেন অন্তবর্তীকালীন সরকারকে ব্যর্থ করলে বিপ্লব ব্যর্থ হবে। বিপ্লবের সুফল জনগণের দৌড়গৌড়ে পৌঁছে দেওয়ার জন্য প্রয়োজন ঐক্যবদ্ধভাবে অন্তবর্তীকালীন সরকারকে সহায়তা করা।

বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নেতা এড. খন্দকার রেজাউল করিম, জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার সেক্রেটারি ও সরকারি আঃ হঃ কলেজের সাবেক জিএস অধ্যাপক আ.স.ম আব্দুল মালেক। আরো উপস্থিত ছিলেন ল’ইয়ার্স কাউন্সিল রাজশাহীর সভাপতি এড. আবু মোহাম্মদ সেলিম। কাউন্সিলের বগুড়া ইউনিটের সেক্রেটারি এডভোকেট নুরুল ইসলাম আকন্দ, শহর জামায়াতের সহকারী সেক্রেটারি রফিকুল আলম, ল’ইয়ার্স কাউন্সিল নেতা এডভোকেট সাখাওয়াত মল্লিক, কাউন্সিলের নওগাঁ ইউনিটের সেক্রেটারি এডভোকেট আব্দুর রহিম, কাউন্সিলের নেতা এডভোকেট শাহীন মিয়া, এডভোকেট আবুবকর সিদ্দিক, এডভোকেট জুলফিকার সহ অন্যান্য নেতৃবৃন্দ।

রাজশাহী চিড়িয়াখানায় বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল, বগুড়া বারের উদ্যোগে বার্ষিক শিক্ষা সফর ২০২৫ অনুষ্ঠিত হয়। বগুড়া বারের ২০০ আইনজীবী ও তাদের পরিবারের সদস্যবৃন্দ অনুষ্ঠানে মিলিত হয়।

বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল বগুড়া ইউনিটের ২০২৫-২০২৬ কার্যকালের জন্য সভাপতি হিসেবে নির্বাচিত হন বগুড়া বারের নির্বাচিত সদস্য এডভোকেট রিয়াজ উদ্দিন, সেক্রেটারি হিসেবে নির্বাচিত হন এডভোকেট নুরুল ইসলাম আকন্দ।

শেয়ার