ঢাকা কলেজস্থ নওগাঁ জেলার নবীন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে নওগাঁ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাতে ঢাকা কলেজের গ্যালারিতে এ অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষক অধ্যাপক আনোয়ার মাহমুদ।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শফিউল আজম চৌধুরী সাধারণ সম্পাদক, নওগাঁ ওয়েলফেয়ার এসোসিয়েশন, আলমগীর কবির সাধারণ সম্পাদক, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) প্রধান সমন্বয়ক, গ্রীন ভয়েস।
এসময় প্রধান অতিথির বক্তব্যে ঢাকা কলেজ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষক অধ্যাপক আনোয়ার মাহমুদ বলেন, ঢাকা কলেজের অবকাঠামো এবং হলের সমস্যা দূর হলে ঢাকা কলেজ হবে প্রাচ্যের অক্সফোর্ড । আমি অভিভূত যে ঢাকা কলেজের শিক্ষার্থীরা সব সময় লাইব্রেরীতে থাকে। অনেক শিক্ষার্থী আছেন যারা বাহিরের বিশ্ববিদ্যালয় ভর্তি না হয়ে ঢাকা কলেজে ভর্তি হয়। জ্ঞান চর্চায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের তুলনায় ঢাকা কলেজ কোনো অংশে কম নয়। ঢাকা কলেজে পড়াশোনার যে পরিবেশ আছে এটা সঠিক ভাবে কাজে লাগাতে হবে।
বিএইচ