Top

আজ সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

১৮ জানুয়ারি, ২০২৫ ৯:৩৫ পূর্বাহ্ণ
আজ সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আজ সংবাদ সম্মেলন ডেকেছে। বেলা ১১টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য রাখবেন।

শুক্রবার (১৭ জানুয়ারি) বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার এ তথ্য জানান।

জানা গেছে, দেশের মুদ্রাস্ফীতি ও ভ্যাট বাড়ানোর বিষয়টি সংবাদ সম্মেলনে তুলে ধরবে বিএনপি।

এর আগে, দেশের চলমান সার্বিক পরিস্থিতি নিয়ে মঙ্গলবার (১৪ জানুয়ারি) সংবাদ সম্মেলন করে বিএনপি।

এম জি

শেয়ার