Top

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফের চলাচল শুরু

১৭ জানুয়ারি, ২০২৫ ১০:৫৯ পূর্বাহ্ণ
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফের চলাচল শুরু
রাজবাড়ী প্রতিনিধি :

ঘন কুয়াশার কারণে সাড়ে ৩ ঘণ্টা বন্ধ থাকার পর রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। শুক্রবার (১৭ জানুয়ারি) সকাল ৯টার দিকে কুয়াশার ঘনত্ব কমে এলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়।

এর আগে, ভোর থেকে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে দুর্ঘটনা এড়াতে সাড়ে ৫টা থেকে কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ রাখে। ফলে যাত্রী ও গাড়িচালকদের তীব্র শীতে দুর্ভোগ পোহাতে হয়।

এ বিষয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক আলিম দাইয়্যান জানান, কুয়াশার ঘনত্ব কমে আসায় শুক্রবার সকাল ৯টা থেকে ফেরি চলাচল শুরু হয়েছে। দুর্ঘটনা এড়াতে শুক্রবার ভোররাত সাড়ে ৫টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। বর্তমানে এ নৌপথে ছোট-বড় ১২টি ফেরি চলাচল করছে।

এনজে

শেয়ার