Top

গাজীপুর মহানগর আওয়ামী লীগ নেতা মামুন মন্ডল গ্রেফতার

১৭ জানুয়ারি, ২০২৫ ১১:৪৫ অপরাহ্ণ
গাজীপুর মহানগর আওয়ামী লীগ নেতা মামুন মন্ডল গ্রেফতার
গাজীপুর প্রতিনিধি :

গাজীপুর মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল মামুন মন্ডলকে (৪৮) গ্রেফতার করেছে রাজধানীর উত্তরা পশ্চিম থানা পুলিশ। সে মহানগরীর সাইনবোর্ড এলাকার মোমতাজ উদ্দিনের ছেলে এবং একাধিকবার নির্বাচিত গাজীপুর সিটি করপোরেশনের ৩৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।

শুক্রবার (১৭ জানুয়ারী) বিকাল ৩টার দিকে উত্তরার রূপায়ণ সিটি থেকে তাকে গ্রেফতার করা হয়।

আব্দুল্লাহ আল মামুন মন্ডল গাজীপুর সিটি করপোরেশনের গত নির্বাচনে মেয়র পদে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিয়ে পরে প্রত্যাহার করেন। তার নামে বৈষম্য বিরোধী হত্যা মামলাসহ ৩৫টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপির) উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, মামুন মন্ডলে বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা করে হত্যার অভিযোগে একটি মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরো জানান, গোপন সংবাদে পুলিশ জানতে পারে গাজীপুর মহানগর আওয়ামীলীগ নেতা আব্দুল্লাহ আল মামুন মন্ডল রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন রূপায়ন সিটির একটি আবাসিক ভবনে আত্মগোপন করে আছে। শুক্রবার বিকালে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গাজীপুর মহানগর পুলিশের একাধিক সূত্র জানায়, মামুন মন্ডলের নামে গাজীপুরে যেসব মামলা রয়েছে, সেসব মামলায়ও তাকে গ্রেফতার দেখানো হবে। এ জন্য আইনী প্রক্রিয়া শুরু করা হয়েছে। আগামীকাল তাকে আদালতে পাঠানো হবে।

এম জি

শেয়ার