Top

কাভার্ডভ্যানে ট্রাকের ধাক্কা, চালককে উদ্ধার করলো ফায়ার সার্ভিস

১৭ জানুয়ারি, ২০২৫ ১১:৫৮ পূর্বাহ্ণ
কাভার্ডভ্যানে ট্রাকের ধাক্কা, চালককে উদ্ধার করলো ফায়ার সার্ভিস
গাজীপুর প্রতিনিধি :

গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে পিছন থেকে কাভার্ড ভ্যানে ট্রাকের ধাক্কায় ভিতরে আটকা পড়লেন ট্রাক চালক শিপন মিয়া (২২)।

খবর পেয়ে কোনাবাড়ি মডার্ন ফায়ার সার্ভিসের কর্মীরা আধা ঘন্টা চেষ্টায় তাকে উদ্ধার করেন।

শুক্রবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে পাঁচটায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কোনাবাড়ী ফ্লাইওভারের উপর এ দুর্ঘটনা ঘটে।

ট্রাক চালক শিপন মিয়া টাঙ্গাইল জেলার ভুয়াপুর উপজেলার শিয়াল খোল (বটতলা) গ্রামের আজহার উদ্দিনের ছেলে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ী ফ্লাইওভারের উপর ঢাকাগামী একটি কার্ভাড ভ্যানকে পেছন থেকে একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-১৮-১৬০২) ধাক্কা দেয়। এতে ওই ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে গেলেও চালক অক্ষত অবস্থায় ভেতরে আটকা পড়ে। খবর পেয়ে কোনাবাড়ী মর্ডান ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তাকে উদ্ধার করে।

কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের ওয়ার হাউজ ইন্সপেক্টর মোঃ সাইফুল ইসলাম জানান, কোনাবাড়ী ফ্লাইওভারের উপর ঢাকাগামী একটি কার্ভাড ভ্যানকে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দিলে চালক ভিতরে আটকা পরে। ফায়ার সার্ভিসের কর্মীরা আধা ঘন্টা চেষ্টা করে চালক শিপন মিয়াকে সুস্থ এবং অক্ষত অবস্থায় উদ্ধার করে।

এনজে

শেয়ার