কলকাতার টিভি চ্যানেল জি বাংলার জনপ্রিয় অনুষ্ঠান ‘দিদি নাম্বার ১’। টানা ১০ বছর সাফল্যের সঙ্গে এটি সঞ্চালনা করেছেন অভিনেত্রী রচনা ব্যানার্জি। বলা হয়ে থাকে, তার সুবাদেই অনুষ্ঠানটি জনপ্রিয়তা পেয়েছে। পশ্চিমবঙ্গ ছাড়িয়ে বাংলাদেশেও দিদির ভক্ত তৈরি হয়েছে।
‘দিদি নাম্বার ১’ ও রচনার দীর্ঘ পথচলায় এবার ছেদ পড়েছে। নতুন আসরে তিনি আর থাকছেন না সঞ্চালনায়। এবার দায়িত্বটি পালন করবেন সুদীপা চট্টোপাধ্যায়। তার সঙ্গে থাকছেন অভিনেতা সৌরভ দাস।
সোমবার (২২ নভেম্বর) জি বাংলার ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় সুদীপা বলেন, ‘আমাদের সবার প্রিয় দিদি কিছু দিন আগেই বাবাকে হারিয়েছেন। এ কারণে মানসিকভাবে খুবই বিপর্যস্ত। তাই সৌরভ আর আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, যাতে আপনাদের মন খারাপ না হয়।’
রচনার হাত ধরে জনপ্রিয় হওয়া অনুষ্ঠানে কতটা নজর কাড়তে পারবেন সুদীপা, এ বিষয়ে কলকাতার গণমাধ্যমে মুখ খুলেছেন তিনি। বললেন, ‘জি বাংলা একটি পরিবারের নাম। আমাদের লক্ষ্য সব সময়ে সকলের পাশে থাকা। রচনাও সেটা মানেন। কিন্তু এই মুহূর্তে ওর মনের অবস্থা হাসি-ঠাট্টা করে সঞ্চালনা করার মতো নয়। তাই আমার এবং সৌরভের ওপর দায়িত্ব অনুষ্ঠান এগিয়ে নিয়ে যাওয়ার। প্রতিযোগিতার বাড়তি পর্ব শুট করা ছিল না। এ দিকে পিকনিক স্পেশাল পর্বের আয়োজন সম্পন্ন! ব্যয়বহুল আয়োজন কোনওভাবেই বন্ধ করা সম্ভব নয়। তাই আমাকে অনুরোধ করা হয়।’
এদিকে শুটিং থেকে দূরে থাকলেও অনুষ্ঠানটির দিকে নজর রাখছেন রচনা ব্যানার্জি। তিনি সুদীপাকে বলেছেন, ‘আমার অনুষ্ঠানের দর্শক-অনুরাগীদের মুখের হাসি যেন মুছে না যায়! তার দায়িত্ব তোমাদের।’
রচনার কথার বিপরীতে সুদীপা বলেন, ‘যা কথা দিয়েছিলাম, সেটা অক্ষরে অক্ষরে মেনে চলব। রচনাদিকে কোনোভাবে অনুকরণ বা অনুসরণ করব না। কারণ তিনি তারকা। দিদি যা করবেন সেটাই ‘স্টাইল’ হয়ে যাবে। আমি আমার মতো সঞ্চালনা করব। এটুকু বলতে পারি, এই অনুষ্ঠানে আমার সাজে অল্প হলেও বদল দেখতে পাবেন দর্শক।’