Top

বিশ্বব্যাপী তুলা উৎপাদন ২ লাখ বেল বাড়ার পূর্বাভাস

১৮ অক্টোবর, ২০২৪ ৮:৪০ পূর্বাহ্ণ
বিশ্বব্যাপী তুলা উৎপাদন ২ লাখ বেল বাড়ার পূর্বাভাস

যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ (ইউএসডিএ) বিশ্বব্যাপী তুলা উৎপাদন দুই লাখ বেল (প্রতি বেলে ৪৮০ পাউন্ড) বাড়ার পূর্বাভাস দিয়েছে।

বিশ্বব্যাপী তুলা উৎপাদন দুই লাখ বেল (প্রতি বেলে ৪৮০ পাউন্ড) বাড়ার পূর্বাভাস দিয়েছে যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ (ইউএসডিএ)। এ সময় চীন, ব্রাজিল ও আর্জেন্টিনায় পণ্যটির উৎপাদন বাড়তে পারে। তবে ২০২৪-২৫ অর্থবছরে কমতে পারে যুক্তরাষ্ট্র ও স্পেনের তুলা উৎপাদন। খবর ফাইবার টু ফ্যাশন।

বৈশ্বিক সরবরাহ ও চাহিদা প্রাক্কলন শীর্ষক (ডব্লিউএএসডিই) প্রতিবেদনের অক্টোবর, ২০২৪ সংস্করণে ইউএসডিএ আরো জানায়, ২০২৪-২৫ অর্থবছরে বিশ্বব্যাপী তুলার আমদানি-রফতানি কমতে পারে পাঁচ লাখ বেল। প্রধানত, চীনের আমদানি হ্রাস এ সময় বাণিজ্যিক কার্যক্রম কমার পেছনে ভূমিকা রাখতে পারে।

এ বিষয়ে সংস্থাটির প্রতিবেদন অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে বিশ্বব্যাপী তুলার সমাপনী মজুদ কিছুটা কমে ৭ কোটি ৬৩ লাখ বেলে নেমে যেতে পারে।

যুক্তরাষ্ট্রে হারিকেন হেলেনের কারণে জর্জিয়া ও উত্তর ক্যারোলিনায় তুলার ফসল ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কারণে ইউএসডিএ দেশটির তুলা উৎপাদন পূর্বাভাস সংশোধন করেছে। ডব্লিউএএসডিই প্রতিবেদনে সংস্থাটি জানায়, দেশটিতে ২০২৪-২৫ অর্থবছরে তুলা উৎপাদন তিন লাখ বেল কমে ১ কোটি ৪২ লাখ বেলে নেমে যেতে পারে। তবে জর্জিয়া ও উত্তর ক্যারোলিনা ছাড়া অন্যান্য অঙ্গরাজ্যে উৎপাদন কিছুটা বাড়তে পারে। এছাড়া আগের মাসের তুলনায় ২০২৪-২৫ অর্থবছরের জন্য যুক্তরাষ্ট্রের তুলার ব্যালান্স শিটে দেশটির তুলা উৎপাদন, মিলে ব্যবহার ও রফতানিতে উল্লেখযোগ্য হ্রাস দেখা যায়।

২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশে তুলার ব্যবহার বাড়ার পূর্বাভাস: ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশে তুলা ব্যবহার কিছুটা বেড়ে ৭৮ লাখ বেল হওয়ার পূর্বাভাস দিয়েছে ইউএসডিএ। এছাড়া এ সময় দেশটির তুলা আমদানি ২ শতাংশ বেড়ে ৭৭ লাখ বেল হতে পারে।

বৈশ্বিক তুলা ভোগ বা ব্যবহারে বাংলাদেশের অবস্থান চতুর্থ। এর আগে দেশের রাজনৈতিক অস্থিরতা বিশ্ববাজারে তুলার দামকে চাপে ফেলেছিল। ওয়ার্ল্ড ব্যাংক কমোডিটি প্রাইস ডাটা অনুযায়ী, জুলাই-সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশে তুলার দাম গত বছরের একই সময়ের তুলনায় ১৫ শতাংশ কমে কেজিপ্রতি ১ ডলার ৭৯ সেন্টের সমপরিমাণে নেমেছিল, গত বছরের এ সময় যা ছিল কেজিপ্রতি ২ ডলার ১১ সেন্টের সমপরিমাণ।

ইউএসডিএর প্রতিবেদনে জানানো হয়, ২০২২-২৩ অর্থবছরের তুলা ব্যবহারের পরিমাণ ছিল ৮৮ লাখ বেল। তবে পরে তা কমতে থাকে। ২০২৩-২৪ অর্থবছরে দেশে মোট তুলা ব্যবহারের পরিমাণ ছিল ৭৭ লাখ ৫০ হাজার বেল।

ইউএসডিএ জানায়, বাংলাদেশের ব্যবসায়ীরা বেশির ভাগই পশ্চিম আফ্রিকার দেশগুলো থেকে তুলা আমদানি করেন। এছাড়া ভারত, ব্রাজিল, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া থেকে, দেশে তুলা আমদানি হয়।

এনজে

শেয়ার