বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বিভাগে জেনারেল ম্যানেজার (জিএম) হিসেবে পদোন্নতি পেয়েছেন মো. শফিকুল ইসলাম।
সোমবার (২৩ নভেম্বর) কেন্দ্রীয় ব্যাংক তাকে পদোন্নতি দিয়ে একই বিভাগে পদায়ন করে।
বরিশালের মেহেন্দিগঞ্জের কৃতী সন্তান শফিকুল ইসলাম ১৯৯৬ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগ দেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যানে বিএসসি (সম্মান) ডিগ্রি অর্জন করেন।
এছাড়া তিনি একই বিশ্ববিদ্যালয় থেকে এমএসসিতে প্রথম শ্রেণিতে প্রথম হন। কর্মজীবনে তিনি ওয়াশিংটনে আইএমএফের ব্যালান্স অব পেমেন্টসে ৬ সপ্তাহের প্রশিক্ষণ নেন এবং সিঙ্গাপুরের ক্রেডিট ব্যুরো পরিদর্শন করেন।