Top
সর্বশেষ

লেবাননে ফের ইসরায়েলি হামলায় নিহত ৫৯

২৩ নভেম্বর, ২০২৪ ৮:২৪ পূর্বাহ্ণ
লেবাননে ফের ইসরায়েলি হামলায় নিহত ৫৯

লেবাননের বিভিন্ন এলাকায় দখলদার ইসরায়েলি বাহিনীর বিমান ও স্থল অভিযানে একদিনে নিহত হয়েছেন ৫৯ জন। আহত হয়েছেন আরও ১১২ জন। শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর আনাদোলু এজেন্সির।

বিবৃতিতে আরও বলা হয়েছে, সর্বশেষ এই হতাহতের ঘটনার পর ইসরায়েলি বাহিনীর হামলায় গত এক বছরে লেবাননে মোট নিহতের সংখ্যা ৩ হাজার ৬৪২ জন এবং আহতের সংখ্যা ১৫ হাজার ৩৫৬ জনে পৌঁছেছে।

ইসরায়েলের উত্তরাঞ্চলীয় সীমান্তের অপর পারে লেবাননের দক্ষিণাঞ্চল। সেখানেই দক্ষিণাঞ্চলেই হিজবুল্লাহর প্রধান ঘাঁটি। গোষ্ঠীটির অধিকাংশ গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনার অবস্থানও ওই অঞ্চলে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরে ইসরায়েলের বিমান বাহিনী অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত লেবাননে বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন ১০ লাখেরও বেশি মানুষ।

এনজে

শেয়ার