জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার বিনঝাড় আহমাদিয়া দাখিল মাদ্রাসায় নৈশপ্রহরী মোবারক আলীকে জিম্মি ও মারপিট করে, বেঁধে রেখে কাগজপত্র ও মূল্যবান জিনিসপত্র লুট করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার ১৮ জানুয়ারি গভীর রাতে এ ঘটনা ঘটে। শনিবার ১৯ জানোয়ারি ভোরে নৈশপ্রহরীর আত্মচিৎকারে মাদ্রাসার আশপাশের লোকজন এসে ঘটনাটি জানতে পারেন।
অত্র মাদ্রাসার সুপার মোঃ আইয়ুব হোসেন বলেন, ভোর পাঁচটার দিকে মুঠোফোনে মাদ্রাসার পাশের বাসিন্দা একজন সহকারী শিক্ষক আমাকে ঘটনাটি জানান। খবর পেয়ে তিনি মাদ্রাসায় আসেন। নৈশপ্রহরী মোবারক আলী তাকে জানিয়েছেন, তিনি বারান্দায় শুয়ে ছিলেন। গভীর রাতে একদল লোক এসে তাকে মারধর করে তার হাত-পা বেঁধে ভয়ভীতি দেখান। এরপর সুপার, সহকারী সুপার ও শিক্ষকদের কক্ষের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। দুর্বৃত্তরা তার (সুপার) কক্ষের পাঁচটি আলমারি, সহকারী সুপারের কক্ষের একটি আলমারি ও শিক্ষকদের একটি আলমারি ভেঙে কাগজপত্র তছনছ, দুটি ল্যাপটপ, একটি কম্পিউটার, সিসি টিভি ক্যামেরার মনিটর, ডিভিআর, সাউন্ডবক্স, পিতলের ঘণ্টা, রাউটার ও কিছু নগদ টাকা লুট করেছে। মোট কত টাকার জিনিসপত্র খোয়া গেছে, তা এখনো হিসাব করা হয়নি।
থানার উপপরিদর্শক (এসআই) স্বপন কুমার মাদ্রাসায় এসেছিলেন। ঘটনাটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা শিক্ষা কর্মকর্তাকে জানানো হয়েছে।
আক্কেলপুর থানার এসআই স্বপন কুমার বলেন, ‘খবর পেয়ে ওই মাদ্রাসায় গিয়েছিলাম। মাদ্রাসার আলমারিগুলো তালা ভাঙা ও কক্ষগুলোর মেঝেতে কাগজপত্র ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখেছি। ঘটনাটি তদন্ত চলছে।’
এনজে