দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি পেস অলরাউন্ডার জ্যাক ক্যালিস ইংল্যান্ডের ব্যাটিং পরামর্শক হিসেবে দায়িত্ব নিয়েছেন। শ্রীলংকার বিপক্ষে আগামী বছরের শুরুতে দুটি টেস্ট খেলবে ইংলিশরা। ওই দুই টেস্টে মূলত তিনি ব্যাটিং পরামর্শকের দায়িত্ব পালন করবেন।
এর আগে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে প্রোটিয়াদের হয়ে একই দায়িত্ব পালন করেছেন টেস্টে ১৩ হাজারের ওপরে রান ও তিনশ’র কাছাকাছি উইকেট নেওয়া ক্যালিস। ইংলিশ ক্রিকেট বোর্ড তাদের কোচিং স্টাফদের বায়ো-বাবলের কড়াকড়ি জীবন থেকে কিছুটা বিশ্রাম দিতে চাচ্ছে। সেজন্যই স্বল্পমেয়াদি দায়িত্ব দিচ্ছেন টেস্টে ৪৫ সেঞ্চুরির মালিক ক্যালিসকে।
যেমন ইংল্যান্ড জাতীয় দলের হেড কোচ ক্রিস সিলভারউডের সহকারী গ্রাহাম থরপি শ্রীলংকা সফরে আসছেন না। তবে ফেব্রুয়ারির শুরুতে হওয়া ভারত সফরে অংশ নিতে চান তিনি। ভারতের মাটিতে ৫০’র বেশি ব্যাটিং গড়ের কৃতিত্ব থাকা ক্যালিসকে ইসিবি ওই সিরিজেও রাখবে কিনা তা অবশ্য নিশ্চিত না।
ইংল্যান্ড আগামী ২ জানুয়ারি শ্রীলংকা সফরে আসবে। দুই টেস্টের সিরিজের প্রথমটি গলে আগামী ১৪ জানুয়ারি মাঠে গড়াবে। তবে এই সিরিজের অনিশ্চয়তা এখনও কাটেনি। কারণ এরই মধ্যে করোনার দ্বিতীয় ঢেউ ইংল্যান্ডে ভালো মতোই লেগেছে। বেশ কিছু দেশ ইংল্যান্ডের সঙ্গে তাদের সীমান্ত বন্ধ করে দিয়েছে। করোনার প্রথম ঢেউ রুখতে পারা শ্রীলংকা তাই এ বিষয়ে কোন পদক্ষেপ নেবে না এখনও নিশ্চিত নয়।
বাণিজ্য প্রতিদিন/এমআর