Top

টি-টোয়েন্টিতে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়া

১৮ নভেম্বর, ২০২৪ ৬:৩৫ অপরাহ্ণ
টি-টোয়েন্টিতে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়া
স্পোর্টস ডেস্ক :

ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে জিতেও শেষ পর্যন্ত সিরিজ হেরেছিল অস্ট্রেলিয়া। ওয়ানডে সিরিজ হারের প্রতিশোধ টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ করে নিলো অজিরা। সংক্ষিপ্ততম সংস্করণের ক্রিকেটে অজিদের কাছে পাত্তাই পেলো না পাকিস্তান।

আজ সোমবার হোবার্টে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে টস জিতে আগে ব্যাট করতে নেমে সবকটি উইকেট হারিয়ে ১৮ ওভার ১ বলে ১১৭ রান করে পাকিস্তান। জবাবে খেলতে নেমে ৩ উইকেট হারিয়ে ১১ ওভার ২ বলেই জয়ের বন্দরে পৌঁছে যায় অস্ট্রেলিয়া।

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ৩০ রানের মধ্যে দুই ওপেনারকে হারায় অস্ট্রেলিয়া। ৪ বলে ২ রান করে আউট হন ম্য়াথু শর্ট। ১১ বলে ১৮ রান করে সাজঘরে ফেরেন জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক। তিনি ৪টি চার মারেন। এরপর তিনে নেমে ২৪ বলে ২৭ রান করে মাঠ ছাড়েন জশ ইংলিস।

৫টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ২৩ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন মার্কাস স্টয়নিস। শেষমেশ ২৭ বলে ৬১ রান করে অপরাজিত থাকেন তিনি। মারেন ৫টি চার ও ৫টি ছক্কা। ১টি ছক্কার সাহায্যে ৩ বলে ৭ রান করে পরাজিত থাকেন টিম ডেভিড।

পাকিস্তানের হয়ে ১টি করে উইকেট নেন শাহিন আফ্রিদি, জাহানদাদ খান ও আব্বাস আফ্রিদি। ম্য়াচের সেরা হন মার্কাস স্টয়নিস। সিরিজ সেরার পুরস্কার জেতেন তিন ম্যাচে ৮ উইকেট নেওয়া স্পেনসার জনসন।

এর আগে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেননি পাকিস্তানের ব্যাটাররা। বাবর আজমের সঙ্গে ইনিংস ওপেন করেন সাইবজাদা ফারহান। তবে ৯ রানের বেশি করতে পারেননি তিনি। যদিও আরেক প্রান্তে দারুণ ব্যাটিং করেছেন বাবর। তিনি দলের হয়ে সব থেকে বেশি ৪১ রান করেন। ২৮ বলের আগ্রাসী ইনিংসে বাবর ৪টি চার মারেন।

এছাড়া ১৯ বলে ২৪ রান করেন উইকেটকিপার ব্যাটার হাসিবউল্লাহ খান। ২টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১২ বলে ১৬ রান করেন শাহিন আফ্রিদি। বাকিদের কেউই আর বলার মতো কোনো রান করতে পারেননি।

অস্ট্রেলিয়ার হয়ে ৪ ওভারে ২১ রানের বিনিময়ে ৩টি উইকেট নেন অ্যারন হার্ডি। ৪ ওভারে মাত্র ১১ রান খরচ করে ২টি উইকেট নেন অ্যাডাম জাম্পা।

বিএইচ

শেয়ার