Top
সর্বশেষ

দগ্ধদের চিকিৎসায় বরিশালে পাঠানো হয়েছে চিকিৎসক-ওষুধ

২৪ ডিসেম্বর, ২০২১ ৭:০৫ অপরাহ্ণ
দগ্ধদের চিকিৎসায় বরিশালে পাঠানো হয়েছে চিকিৎসক-ওষুধ

সুগন্ধা নদীতে চলন্ত লঞ্চে আগুনের ঘটনায় দগ্ধদের চিকিৎসা যেন ঠিকমতো হয় সেজন্য বরিশালে চিকিৎসক ও ওষুধ পাঠানো হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

শুক্রবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে দগ্ধদের দেখতে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আসেন স্বাস্থ্যমন্ত্রী। সেসময় সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ঘটনাটি খুবই মর্মান্তিক। ইঞ্জিন রুম থেকে আগুনের সূত্রপাত হয় বলে জেনেছি। সেখানে গ্যাসের সিলিন্ডারও ছিল। অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ৩৫ জনের মৃত্যুর খবর পেয়েছি। এটি আরও বাড়তে পারে। অগ্নিকাণ্ডে হতাহতদের সবার পরিচয় পাওয়া গেছে।

তিনি আরও বলেন, শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে যাদের আনা হয়েছে তাদের সবার অবস্থা আশঙ্কাজনক। এছাড়াও অগ্নিদগ্ধ আরও ৭৬ জন বরিশালে আছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক নয় বলেও জানান মন্ত্রী।

করোনা টিকার বুস্টার ডোজ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে জাহিদ মালেক বলেন, বুস্টার ডোজ চলমান আছে। অ্যাপ চালু হলে টিকাদান কার্যক্রম আরও বেগবান হবে।

বিভিন্ন অনুষ্ঠানে কেউ স্বাস্থ্যবিধি মানছে না উল্লেখ করে এ সময় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানান মন্ত্রী।

শেয়ার