জাতীয়করণ থেকে বাদ পড়া সারাদেশের চার হাজারের বেশি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের সম্পূর্ন সহায়তার আশ্বাস দিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, আমি এ সরকারের একজন কার্মী হিসেবে, শেখ হাসিনার একজন টিম মেম্বার হিসেবে কথা দিয়েছে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতিয়করণে সম্পূর্ন সহায়তা করব।
বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ (আইডিইবি) এর হল রুমে বাংলাদেশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির আয়োজনে ‘বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী ও স্বাধীনার পঞ্চাশ বছরে বাংলাদেশ’ শীর্ষক আলোচনায় তিনি এই কথা বলেন।
তিনি বলেন, শিক্ষক সমাজের পথ প্রদর্শক। বেসরকারি বিদ্যালয়ের শিক্ষকরা দীর্ঘদিন অনেক কষ্টে আছেন। তাদের উপর অনৈতিক ভাবে আত্মহরণ করা হয়েছে। সরকারের একজন কার্মী হিসেবে, শেখ হাসিনার একজন টিম মেম্বার হিসেবে কথা দিচ্ছি আপনাদের জাতীয়করণে সম্পূর্ন সহায়তা করবো।
মন্ত্রী বলেন, ‘স্বাধীনতার পর আওয়ামী সরকারই বিভিন্ন সময়ে সাহসী পদক্ষেপ নিয়েছে। প্রথমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রায় ৪০ হাজার বিদ্যালয়কে সরকারি করেছেন এরমধ্যে শিক্ষক ছিলেন প্রায় লক্ষাধিক।’
পরিকল্পনামন্ত্রী বলেন, ভালো ফসলের জন্য ভালো জাতের বীজ প্রয়োজন, তেমনি কোটি কোটি শিশুদের সঠিক ভাবে গড়ে তোলার জন্য শিক্ষকের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।তবে আপনারা শিক্ষকতা করছেন, শিক্ষার্থীদের বই দিচ্ছেন, পরিক্ষায় অংশ নিচ্ছেন বেতন পাচ্ছেন না। সরকার অনেক বড় বড় বিষয় সমাধান করেছে আজকের বিষয়টিও তিনি সমাধান করবেন।’
তিনি আরও বলেন, শিক্ষামন্ত্রী এবং শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে এই বিষয়ে কথা বলবো। প্রয়োজনে সরকার প্রধানের সঙ্গেও কথা বলবো। আপনাদের কাজগপত্রসহ যোগাযোগ করলে প্রধানমন্ত্রীর দপ্তরে সারসংক্ষেপ প্রেরণ করা হবে।
আন্দোলন করে বিদ্যালয় জাতীয়করণ হবে না জানিয়ে তিনি বলেন, ‘ আপনাদের মধ্যে কিছু গ্রুপ আছে। প্রেসক্লাবের সামনে মিছিল মিটিং তথা আন্দোলন করে থাকেন। এভাবে সফল হওয়া যাবে না, আপনাদের স্বাভাবিক প্রক্রিয়ায় আগাতে হবে। কোন লেজুরভিত্তিক হওয়ার দরকার নেই, লেজুর হবে বাংলাদেশের, স্বাধীনতার, অসাম্প্রদায়িকতার, জয় বাংলার।
বেসরকারি বিদ্যালয় শিক্ষক হাসিব কবীর পাপ্পু সভাপতিত্বে এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ডাঃ মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ। বেসরকারি শিক্ষক সমিতির প্রধান উপদেষ্টা হাজী শরীফ নেওয়াজ, উপদেষ্টা শেখ শামীম কামাল লাবু।
সভাপতির বক্তব্যে হাসিব কবীর পাপ্পু বলেন, ২০১৩ সালের ৯ জানুয়ারি মাননীয় প্রধানমন্ত্রী সারাদেশের ২৬ হাজার ১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের করেন। অত্যন্ত পরিতাপের বিষয় জাতীয়করণের সময় যে পরিসংখ্যান করা হয়েছিল, তার সংখ্যা যথাযথ না হওয়ায় প্রায় চার ১৫৯টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ থেকে বাদ পড়ে। আজ থেকে বাংলাদেশে আর কোনো বেসরকারি প্রাথমিক বিদ্যালয় থাকবে না বলে জানান তিনি।