Top

ব্যাংকের পরিচালন মুনাফা বেড়েছে

০২ জানুয়ারি, ২০২২ ২:৫৭ অপরাহ্ণ
ব্যাংকের পরিচালন মুনাফা বেড়েছে

বছর শেষে ব্যাংকগুলোতে মুনাফার সূচকে এসেছে ইতিবাচক পরিবর্তন। ব্যবসা-বাণিজ্যের অবনতির কারণে কমে যাওয়া ব্যাংকের পরিচালন মুনাফা আবার বাড়তে শুরু করেছে। বিদায়ি বছরে কর-পূর্ববর্তী মুনাফার উন্নতি হয়েছে বেশির ভাগ ব্যাংকের।

 যেসব ব্যাংকের পরিচালন মুনাফা বেড়েছে তার মধ্যে সবার উপরে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। গত বছর দুই হাজার ৪৩০ কোটি টাকার মুনাফা করেছে ব্যাংকটি।

২০২০ সালে মুনাফা ছিল দুই হাজার ৩৫০ কোটি টাকা। পূবালী ব্যাংকের মুনাফা হয়েছে এক হাজার ১৪০ কোটি টাকা। ২০২০ সালে ব্যাংকটির পরিচালন মুনাফা ছিল ৯৩৫ কোটি টাকা।

২০২১ শেষে বেসরকারি খাতের ইস্টার্ন ব্যাংকের পরিচালন মুনাফা হয়েছে এক হাজার ৫০ কোটি টাকা। ২০২০ সালে মুনাফার পরিমাণ ছিল ৮৭০ কোটি টাকা।

রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের মুনাফা হয়েছে দুই হাজার ২০৭ কোটি টাকা। এক বছর আগে এ মুনাফার পরিমাণ ছিল দুই হাজার ১৫৪ কোটি টাকা।

রূপালী ব্যাংকের মুনাফা ১৫০ কোটি, যা এক বছর আগে ছিল ১৫৯ কোটি টাকা। ২০২১ সালে ন্যাশনাল ব্যাংক মুনাফা করেছে ২৪৮ কোটি টাকা, যা এক বছর আগে ছিল ৯২০ কোটি টাকা।

এক্সিম ব্যাংকের পরিচালন মুনাফা দাঁড়িয়েছে ৭৮০ কোটি টাকা, যা আগের বছর ছিল ৭৪১ কোটি টাকা। আল আরাফা ইসলামী ব্যাংকের পরিচালন মুনাফা হয়েছে ৭৫০ কোটি টাকা, যা ২০২০ সালে ছিল ৬৮০ কোটি টাকা।

শাহজালাল ইসলামী ব্যাংকের মুনাফা দাঁড়িয়েছে ৭১৭ কোটি টাকায়। আগের বছর এ মুনাফার পরিমাণ ছিল ৪৮১ কোটি টাকা। এনআরবি কমার্শিয়াল ব্যাংক মুনাফা করেছে ৪৫০ কোটি টাকা, যা ২০২০ সালে ছিল ৩২৩ কোটি টাকা। সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংক মুনাফা করেছে ২১০ কোটি টাকা। আগের বছর ব্যাংকটি মুনাফা করেছিল ১৫২ কোটি টাকা। এনআরবি ব্যাংকের পরিচালন মুনাফা হয়েছে ১২৩ কোটি টাকা, আগে ছিল ৯৪ কোটি টাকা।

মেঘনা ব্য্যাংকের পরিচালন মুনাফা হয়েছে ১০৫ কোটি টাকা, ২০২০ সালে ছিল ৭৩ কোটি টাকা। মিডল্যান্ড ব্যাংক মুনাফা করেছে ১৬২ কোটি টাকা, যা আগের বছর ছিল ১২৫ কোটি টাকা। ইউনিয়ন ব্যাংকের পরিচালন মুনাফা হয়েছে ৩৭৫ কোটি টাকা, যা ২০২০ সাল শেষে মুনাফা করেছিল ৩১৭ কোটি টাকা। এনসিসি ব্যাংক পরিচালন মুনাফা করেছে ৭১৭ কোটি টাকা, ২০২০ সাল শেষে মুনাফা করেছিল ৫৭৩ কোটি টাকা। যমুনা ব্যাংক ২০২১ সাল শেষে মুনাফা করেছে ৭৫০ কোটি টাকা, যা ২০২০ সালে ছিল ৬৩৭ কোটি টাকা। এ ছাড়া এবি ব্যাংক ২০২০ সালের তুলনায় ২০২১ সালে ভালো মুনাফা করেছে বলে জানা গেছে।

প্রসঙ্গত, আয় থেকে ব্যয় বাদ দিয়ে যে মুনাফা থাকে, সেটিই কোনো ব্যাংকের পরিচালন মুনাফা। পরিচালন মুনাফা কোনো ব্যাংকের প্রকৃত মুনাফা নয়।এ মুনাফা থেকে খেলাপি ঋণ ও অন্যান্য সম্পদের বিপরীতে প্রভিশন (নিরাপত্তা সঞ্চিতি) সংরক্ষণ এবং সরকারকে কর পরিশোধ করতে হয়। প্রভিশন সংরক্ষণ ও কর-পরবর্তী মুনাফাই হলো একটি ব্যাংকের প্রকৃত বা নিট মুনাফা।

শেয়ার