আড়াই বছর দায়িত্ব পালন করেছেন। চলতি মৌসুম পর্যন্ত ছিল তার চুক্তির মেয়াদ। কিন্তু কপাল মন্দ ফুটবল গুরু টমাস টাচেলের। তার আগেই চাকরি হারালেন এ জার্মান কোচ। চুক্তি শেষ হওয়ার আগেই তাকে বরখাস্ত করেছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)।
ঘরের মাঠে স্ট্রাসবুর্গের বিপক্ষে ৪-০ গোলে পিএসজির জয়ের কয়েক ঘণ্টা পরই খারাপ খবরটি পেলেন টাচেল।
টাচেল ফরাসি লিগ ওয়ানের এ জায়ান্ট ক্লাবটির দায়িত্ব কাঁধে তুলে নিয়ে ছিলেন ২০১৮ সালের জুনে। জেতেন দুটি লিগ শিরোপা, ফ্রেঞ্চ কাপ এবং ফ্রেঞ্চ লিগ কাপ।
গত মৌসুমে তার অধীনে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগের ফাইনালেও খেলেছে পিএসজি। তবে ১-০ গোলে হেরে যায় তারা বায়ার্ন মিউনিখের কাছে।
পিএসজি এখন পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে রয়েছে। শীর্ষে থাকা অলিম্পিক লিঁও‘র চেয়ে এক পয়েন্টে পিছিয়ে রয়েছে তারা। চ্যাম্পিয়নস লিগের শেষ ষোল পর্বেও পা রেখেছে। যে পর্বে তারা খেলবে বার্সেলোনার বিপক্ষে।
শোনা যাচ্ছে, পিএসজির কোচ হওয়ার জন্য নাকি নিয়মিত ক্লাবটির সঙ্গে যোগাযোগ করে যাচ্ছে টটেনহ্যাম হটস্পারের সাবেক কোচ মাউরিসিও পচেত্তিনো।
বাণিজ্য প্রতিদিন/এমআর