Top
সর্বশেষ
এখন পর্যন্ত রাষ্ট্রপতিকে সরানোর উদ্যোগ নেই: প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব শাহবাগে আর জনসভা ও সমাবেশ করতে না দেওয়ার সিদ্ধান্ত সরকারের স্কয়ার টেক্সটাইলসের লভ্যাংশ ঘোষণা ‘রাজনৈতিক কারণে নয়, শৃঙ্খলাভঙ্গের দায়ে ২৫২ এসআইকে অব্যাহতি’ সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত ২৫২ এসআইকে অব্যাহতি চাঁদপুরে ধান ক্ষেতে ব্লাস্ট সংক্রমণে দুশ্চিন্তায় কৃষক জামায়াতের নিবন্ধন: খারিজ হওয়া আপিল পুনরুজ্জীবিত করলেন আদালত ছয় মাসে ব্যাংকগুলোর সিএসআর ব্যয় কমেছে ১২ শতাংশ ব্যাংকে পাঠানো রেমিট্যান্স ঠিকমতো পাচ্ছে না স্বজনরা আমিরাতে দ্রুত ভিসা সমস্যা সমাধানের আশ্বাস রাষ্ট্রদূতের

করোনায় আক্রান্ত গ্যাব্রিয়েল জেসুস

২৫ ডিসেম্বর, ২০২০ ৭:৫৯ অপরাহ্ণ
করোনায় আক্রান্ত গ্যাব্রিয়েল জেসুস
স্পোর্টস ডেস্ক :

ম্যানচেস্টার সিটির ব্রাজিলিয়ান স্ট্রাইকার গ্যাব্রিয়েল জেসুস করোনা আক্রান্ত হয়েছেন। এছাড়া সিটি ডিফেন্ডার কাইল ওয়াকারও কভিড-১৯ পজেটিভ হয়েছেন। তাদের সঙ্গে করোনা ঢুকে পড়েছে ম্যানসিটির দু’জন স্টাফের দেহেও। শুক্রবার বিষয়টি ম্যানসিটি কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

যুক্তরাজ্য সরকার ও প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষের করা নিয়ম অনুযায়ী, করোনা পজিটিভ হওয়ায় পরপরই তারা চারজন স্বেচ্ছা আইসোলেশনে চলে গেছেন। পয়েন্ট টেবিলে নিচে পড়ে যাওয়া ম্যানসিটি তাদের তিন থেকে চার ম্যাচে দলে পাবে না।

এক বিবৃতি দিয়ে ম্যানসিটি সংবাদ মাধ্যমকে জানিয়েছে, ‘জেসুস-ওয়াকার এবং ক্লাবের দুই স্টাফ করোনা আক্রান্ত হয়ে আইসোলেশনে আছেন। ক্লাবের সবাই তাদের দ্রুত সুস্থ হয়ে দলের সঙ্গে অনুশীলনে ফেরার প্রার্থনা করছে।’

বুধবার কারাবাও কাপে আর্সেনালের বিপক্ষে ৪-১ গোলে জয়ের ম্যাচে দলে ছিলেন জেসুস এবং ওয়াকার। দলের হয়ে প্রথম গোলটিও করেন তিনি। কিন্তু বক্সিং ডেতে তাদের নিউক্যাসল এবং আগামী সোমবার এভারটনের বিপক্ষে গুরুত্বপূর্ণ লিগ ম্যাচে খেলা হবে না। দলের থেকে আলাদা থাকতে হবে ৩ জানুয়ারির পরবর্তী লিগ কাপের ম্যাচেও। পেপ গার্দিওয়ালার ম্যানসিটি বর্তমান লিগ টেবিলে আটে অবস্থান করছে। ফুটবলারদের ইনজুরি এবং করোনা ধাক্কায় মৌসুমের শুরু থেকেই অস্বস্তিতে আছেন গার্দিওয়ালা।

বাণিজ্য প্রতিদিন/এমআর

শেয়ার