Top

ঢাবিতে বসছে কাওয়ালি গানের আসর

১১ জানুয়ারি, ২০২২ ৩:২৫ অপরাহ্ণ
ঢাবিতে বসছে কাওয়ালি গানের আসর

প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে বসছে কাওয়ালি গানের আসর। বিশ্ববিদ্যালয়ের টিএসসির পায়রা চত্বরে বুধবার (১২ জানুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে এ আসর শুরু হবে। চলবে রাত সাড়ে ৯টা পর্যন্ত।

বিশ্ববিদ্যালয়ের কাওয়ালি ব্যান্ড ‘সিলসিলা’ ও সাধারণ ছাত্রদের আয়োজনে এই অনুষ্ঠান করা হচ্ছে। অনুষ্ঠানে কাওয়ালি সংগীত পরিবেশন করবেন ‘সিলসিলা’ ব্যান্ডের লুৎফর রহমান ও খালিদ হাসান আবিদ। এ ছাড়া, গান গাইবেন মুর্শিদি-ভাণ্ডারি ধারার সংগীত শিল্পী শেখ ফাহিম ফয়সাল। অনুষ্ঠানের মূল কাওয়াল দল হিসেবে থাকবেন ঢাকার বিখ্যাত কাওয়াল নাদিম এহতেশাম রেজা খাঁ ও তার দল।

আসরের অন্যতম আয়োজক মীর হুযাইফা আল মামদূহ বলেন, ‘আমাদের কালচারাল বৈচিত্র্য আছে। কাওয়ালি আমাদের দেশের একটি বৈচিত্র্য। আমাদের ঢাকা শহরেই দরবারি ঘরানার কাওয়ালি দু শ বছর বা তারও বেশি সময় ধরে চলছে।

তিনি বলেন, ‘কাওয়ালির বৈচিত্র্যে মানুষ অবগাহন করুক, কাওয়ালিসহ অন্য সমস্ত বৈচিত্র্য টিকে যাক। এটাই আমাদের চাওয়া।’

অনুষ্ঠানে মিডিয়া পার্টনার হিসেবে থাকছে ‘One Hub Production House’ ও সার্বিক সহযোগিতায় আছে শাহবাজ ফাউন্ডেশন, মালিকি মাযহাব বাংলাদেশ ফেসবুক গ্রুপ।

শেয়ার