Top

“এলডিসি গ্রাজুয়েশনের পর টিকে থাকতে সক্ষমতা বাড়াত হবে”

১২ জানুয়ারি, ২০২২ ৩:১৭ অপরাহ্ণ
“এলডিসি গ্রাজুয়েশনের পর টিকে থাকতে সক্ষমতা বাড়াত হবে”
নিজস্ব প্রতিবেদক :

এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন বলেন, আমরা এলডিসি গ্রাজুয়েশন করতে যাচ্ছি। তবে এখানে চ্যালেঞ্জ থাকবে। তখন আমাদের ট্যাক্স সুবিধা থাকবে না। তখন ব্যবসাকে টিকিয়ে রাখতে হলে আমাদের সক্ষমতা বাড়াতে হবে।

বুধবার (১২ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ অডিটোরিয়ামে আয়োজিত “মিট দ্য রিপোটার্স” অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে ঢাকা রিপোর্টার্স ইউনিটি।

অনুষ্ঠানে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল ইসলাম মিঠু এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলাম হাসিবসহ সংগঠনটির রিপোর্টার্সবৃন্দ পপস্থিত ছিলেন।

মো. জসিম উদ্দিন বলেন, আমরা যদি এলডিসি গ্রাজুয়েশনের পর চ্যালেঞ্জগুলো বহন করতে না পারি, তাহলে অনেক পিছিয়ে যাবো। আমাদের ইনভেস্টমেন্ট গোল, গবেষণা বাড়াতে হবে। আর দক্ষ জনশক্তিতে পরিনত হতে হবে।

তিনি বলেন, আমরা দায়িত্বে আসার পর অলরেডি এলডিসি নিয়ে ৪টি ডকুমেন্ট দিয়েছি। আমাদের এলডিসি গ্রাজুয়েশনের পর যে চ্যালেঞ্জ আছে, তা, মোকাবেলা করতে হলে যুব-শ্রেনীকে যথাযথা কাজে লাগাতে হবে। আমাদের শিক্ষিত যুবকদের কাজে লাগিয়ে বেকারত্ব দূর করতে হবে। তবেই এলডিসি পরবর্তিতে চ্যালেঞ্জ মোকাবেলা সম্ভব হবে।

এফবিসিসিআই সভাপতি বলেন, কারোনার প্রথম দুই দফায় দেয়া লকডাউনে আমাদের অর্থনীতির অনেক ক্ষতি হয়েছে। এখন আমরা সেই অবস্থান থেকে বের হয়ে আসতে সক্ষম হয়েছি। আমরা এখন অনেক বিদেশি অর্ডার পাচ্ছি। কিন্তু এখনই যদি আবারও লকডাউনে যেতে হয়, তাহলে অর্থনীতিতে আরো বড় ধাক্কা লাগবে। আমরা চাইবো আর লকডাউনে না গিয়ে স্বাস্থবিধির যথাযথ সচেতনতা বাড়ানোর পদক্ষেপ। আমরা এফবিসিসিআইয়ে পক্ষ থেকেও পূর্বে স্বাস্থ্য সচেতনতার ব্যবস্থা করেছিলাম। আবারও সেই ব্যবস্থা করবো।

তিনি বলেন, আমাদের ব্যাংকগুলোকে ছোট উদ্যোক্তাদের লোন দেয়ার ব্যপারে আগ্রহী করে তুলতে হবে। আমরা এফবিসিসিআইও সেই লক্ষে কাজ করে যাচ্ছি। শুধু বড় বড় ব্যবসায়ীদেরকে বড় বড় লোন দিয়ে দেশের উন্নয়ন সম্ভব না। ক্ষুদ্র উদ্যোক্তাদেরও লোন দিয়ে ব্যবসার পরিধি বাড়ানোর সুযোগ করে দিতে হবে।

সরকার ঘোষিত বিধি-নিষেধ নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার আজকে কিছু এলাকাকে রেড জোন ও ইয়োলো জোনে বিভক্ত করে দিয়েছেন। এই জোনগুলোতে আলাদা আলদভাবে নজরদারিতে রাখা হবে। রেড জোনে কিছুটা কঠোর পদক্ষেপ নেয়া হবে। আমাদের সাধারণ মানুষ এবং ব্যবসয়ীদেরও উচিত স্বাস্থবিধি মানতে সরকারের পদক্ষেপকে মূল্যায়িত করা। কেননা দেশ যদি আবারও লকডাউনে যায় তাহলে সবাই ক্ষতিগ্রস্ত হবে।

শেয়ার