Top

আজমপুরে ট্রেনের ৩ বগি লাইনচ্যুত

২৫ নভেম্বর, ২০২৪ ১০:১৮ পূর্বাহ্ণ
আজমপুরে ট্রেনের ৩ বগি লাইনচ্যুত

রাজধানীর উত্তরায় পণ্যবাহী একটি ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে।

সোমবার (২৫ নভেম্বর) সকালে ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার সময় উত্তরার জয়নাল মাকের্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কমলাপুর স্টেশন মাস্টার আনোয়ার হোসেন জানান, ঢাকা ছেড়ে যাওয়া একটি মালবাহী ট্রেনের তিনটি বগি উত্তরায় লাইনচ্যুত হয়েছে। এতে সারাদেশের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে।

তিনি বলেন, আমাদের উদ্ধারকারী ট্রেন সেখানে গিয়ে উদ্ধার কাজ চালাচ্ছে। দ্রুত লাইন ঠিক হয়ে যাবে বলে আশা করছি।

এম জি

শেয়ার