Top

রাণীশংকৈলে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ

১২ জানুয়ারি, ২০২২ ৫:০২ অপরাহ্ণ
রাণীশংকৈলে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ
মো. আব্দুল লতিফ, ঠাকুরগাঁও :

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ২দিনব্যাপী ৪৩ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলা শুরু হয়েছে।

মঙ্গলবার (১১ জনুয়ারি) উপজেলা প্রশাসনের আয়োজনে কেন্দ্রীয় মাধ্যমিক স্কুল মাঠে বিকালে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইন্দ্রজিৎ সাহার সভাপতিত্বে ২দিনব্যাপী এ মেলার উদ্বোধন ঘোষণা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, ইউপি চেয়ারম্যান জমিরুল ইসলাম, শিক্ষা অফিসার রাহিম উদ্দিন ও তৈয়ব আলী, উপজেলা সহকারী মৎস্য অফিসার আব্দুল জলিল, প্রধান শিক্ষক রুহুল আমিন ও আবু শাহানশাহ ইকবাল প্রমুখ।

মেলায় রাণীশংকৈল ডিগ্রি কলেজ, নেকমরদ আলিমুদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়, নেকমরদ বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ, গাজিরহাট ডিগ্রি কলেজ,পাইলট উচ্চ বিদ্যালয়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, আব্দুল জব্বার উচ্চ বিদ্যালয়, রাণীশংকৈল আবাদতাকিয়া মাহম্মুদিয়া কামিল মাদ্রাসা, কেন্দ্রীয় মাধ্যমিক উচ্চ বিদ্যালয়, কাদিহাট উচ্চ বিদ্যালয়, কাতিহার উচ্চ বিদ্যালযয়ের স্টল প্রদর্শনীতে স্থান পেয়েছে।

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলার উদ্বোধনের প্রথমদিনে দর্শনার্থীদের ভিড় দেখা গেছে।

শেয়ার