Top

আইসিসি’র দশক সেরা ওয়ানডে দলে সাকিব

২৭ ডিসেম্বর, ২০২০ ৪:০৯ অপরাহ্ণ
আইসিসি’র দশক সেরা ওয়ানডে দলে সাকিব
স্পোর্টস ডেস্ক :

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দশকের সেরা ওয়ানডে দলে জায়গা পেয়েছেন বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে সাকিব এলিট এ দলে জায়গা পেয়েছেন।

রোববার (২৭ ডিসেম্বর) দুপুরে আইসিসি দশকের সেরা ওয়ানডে দল ঘোষণা করে।

তিনজন ভারতীয়, দুইজন করে দক্ষিণ আফ্রিকান ও অস্ট্রেলিয়ান ক্রিকেটার রয়েছে দশকের সেরা ওয়ানডে দলে। এছাড়া বাংলাদেশ, ইংল্যান্ড, শ্রীলঙ্কা ও নিউ জিল্যান্ড থেকে একজন করে ক্রিকেটার রয়েছেন দশকের সেরা দল।

দলটির অধিনায়ক করা হয়েছে ২০১১ ওয়ানডে বিশ্বকাপ এবং ২০১৩ চ্যাম্পিয়নস ট্রফি জেতা অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনিকে।

দশক সেরা একাদশ: রোহিত শর্মা (ভারত), ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া), বিরাট কোহলি (ভারত), এবি ডিই ভিলিয়ার্স (দ.আফ্রিকা), সাকিব আল হাসান (বাংলাদেশ), মহেন্দ্র সিং ধোনি (ভারত, উইকেটরক্ষক এবং অধিনায়ক), বেন স্টোকস (ইংল্যান্ড), মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া), ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড), ইমরান তাহির (দ.আফ্রিকা) এবং লাসিথ মালিঙ্গা (শ্রীলংকা)।

বাণিজ্য প্রতিদিন/এমআর

শেয়ার