সম্প্রতি লাদাখের ভারত-চীন সীমান্তে দুই দেশের নিরাপত্তারক্ষীদের মধ্যে মারাত্মক সংঘর্ষ হয়। এতে ভারতীয় ২০ জন সৈনিক নিহত হয়। মারা যায় চীনের সৈনিকও। তবে দুই দেশের সীমান্তরক্ষীদের মধ্যে এমন আক্রমণের জের ধরে চাইনিজ পণ্য বন্ধের ঘোষণা দিয়েছে ভারতীয় জনগণ। এমনকি সামাজিক যোগাযোগের মাধ্যমে এ নিয়ে ব্যাপক ঝড় চলছে পুরো ভারতজুড়ে।
এদিকে ভারতের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) টাইটেল স্পন্সর চাইনিজ স্মার্টফোনভিত্তিক প্রতিষ্ঠান ভিভো। আর তাই এই স্পন্সরশিপ বাতিল করতে সামাজিক যোগাযোগের মাধ্যমে ঝড় উঠেছে ভারতে। বৃহস্পতিবার এই বিষয়ে কথা বলেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কোষাধাক্ষ অরুণ ধুমাল। তিনি জানিয়েছেন, জনগণের চাওয়ার কথা চিন্তা করে ভবিষ্যতে আর কোনো চাইনিজ প্রতিষ্ঠানের সঙ্গে কোনো চুক্তিতে যাবে না তারা। তবে বর্তমানের যে চুক্তি রয়েছে সেটার সম্মানে আপাতত এটা পরিবর্তন করবে না তারা।
অরুণ ধুমাল বলেন, ‘আমাদের ভবিষ্যত যেকোনো চুক্তির ক্ষেত্রে আমরা দেশ ও মানুষের সেন্টিমেন্টের কথা বিবেচনায় রাখবো। বিসিসিআইও পুরোপুরিভাবে চাইনিজ পণ্য বয়কটের সাথে একমত। বিসিসিআই এখন থেকে চাইনিজ নয় বরং ভারতীয় কোম্পানিগুলোর দিকে নজর দিবে। দেশের ভবিষ্যত উন্নতির জন্য কাজ করবে।’
এদিকে ২০১৮ সালে দুই হাজার একশত নয় (২১০৯) কোটি রুপির বিনিময়ে পাঁচ বছরের জন্য আইপিএলের টাইটেল স্পন্সর কিনে নিয়েছে চাইনিজ প্রতিষ্ঠান ভিভো। সে হিসেবে ২০২২ সালে এই চুক্তি শেষ হবে। আর তাই চলতি চুক্তির সম্মানে এটিই এখন বর্তমান থাকবে জানিয়ে অরুণ ধুমাল আরও যোগ করেন।
‘আমাদের ভারতীয় এবং চাইনিজদের স্বার্থকে আলাদা করে দেখতে হবে। এই চুক্তির মাধ্যমে যে অর্থ পাওয়া গেছে এর ৪২ শতাংশ ভারত সরকার এবং সামরিক বাহিনীর খাতে চলে গেছে। আর বিসিসিআই এই চুক্তি এই সঙ্কটের আগে করেছে বলে আমাদের এখন এই চুক্তিকে সম্মান করতে হবে।’
এছাড়াও এই চুক্তির অর্থে ভারতীর সরকারের উপকার হচ্ছে জানিয়ে বিসিসিআইয়ের এই কোষাধাক্ষ্য আরও বলেন, ‘যদি বিসিসিআই চাইনিজ কোনো কোম্পানি থেকে অর্থ নিয়েও থাকে তবে ট্যাক্সের মাধ্যমে ভারত সরকারকে সহায়তা করছে।’
ভিভোর আগে চাইনিজ প্রতিষ্ঠান অপ্পো ভারতীয় জাতীয় দলের স্পন্সর ছিল।