Top

রেমিট্যান্সের নগদ সহায়তা পাবেন বিদেশি সংস্থায় কাজ করা ব্যক্তিরাও

২০ জানুয়ারি, ২০২২ ৭:২০ অপরাহ্ণ
রেমিট্যান্সের নগদ সহায়তা পাবেন বিদেশি সংস্থায় কাজ করা ব্যক্তিরাও

এখন থেকে বিদেশি সংস্থায় কাজ করেছেন এমন ব্যক্তিরা রেমিট্যান্সের নগদ সহায়তা পাবেন। ওইসব প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত পেনশন ফান্ড, প্রভিডেন্ট ফান্ড, লিভ সেলারি, বোনাস ও অন্যান্য গ্র্যাচুইটি এবং অবসর সুবিধার অর্থ দেশে এলে রেমিট্যান্স হিসেবে আড়াই শতাংশ নগদ সহায়তা দেওয়া হবে।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে দেশের সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালকদের পাঠিয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, প্রবাসীদের কষ্টার্জিত বৈদেশিক আয় বৈধ উপায়ে দেশে পাঠাতে উৎসাহিত করার লক্ষ্যে বিদ্যমান হারে রেমিট্যান্স প্রণোদনা বা নগদ সহায়তা দেওয়ার জন্য কয়েকটি খাত যুক্ত করা হয়েছে। এগুলোর মধ্যে রয়েছে- পেনশন ফান্ড, প্রভিডেন্ট ফান্ড, লিভ সেলারি, বোনাস ও অন্যান্য গ্র্যাচুইটি এবং অবসর সুবিধা।

নির্দেশনায় আরও বলা হয়েছে, রেমিট অর্থের আয়ের উৎস সম্পর্কে নিশ্চিত হতে হবে এবং আহরণের সঙ্গে সঙ্গে আবশ্যিকভাবে টাকায় রূপান্তর করতে হবে। এ নির্দেশনা সার্কুলার জারির তারিখ থেকে কার্যকর হবে। এছাড়াও রেমিট্যান্স পাঠানোর বিপরীতে প্রণোদনা ও নগদ সহায়তা সংক্রান্ত আগের ইস্যু করা নির্দেশনা অপরিবর্তিত থাকবে।

শেয়ার