Top

পেমেন্ট সিস্টেম অপারেটর লাইসেন্স পেলো সফটটেক

২২ ফেব্রুয়ারি, ২০২২ ৪:৩৫ অপরাহ্ণ
পেমেন্ট সিস্টেম অপারেটর লাইসেন্স পেলো সফটটেক
নিজস্ব প্রতিবেদক :

পেমেন্ট সিস্টেম অপারেটর (পিএসও) হিসেবে সফটটেক ইনভেশন লিমিটেডকে লাইসেন্স প্রদান করেছে বাংলাদেশ ব্যাংক।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট থেকে প্রতিষ্ঠানটিকে লাইসেন্স দিয়ে একটি সার্কুলার জারি করা হয়েছে। সার্কুলারটি দেশে কার্যরত সব তফসিলি ব্যাংক, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস প্রোভাইডর, পেমেন্ট সিস্টেম অপারেটর, পেমেন্ট সার্ভিস প্রোভাইডরের ব্যবস্থাপনা পরিচালক/প্রধান নির্বাহীর নিকট পাঠানো হয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংক অর্ডার, ১৯৭২ এর ৭ (এ) (ই) ধারার আওতায় জারিকৃত বাংলাদেশ পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেমস রেগুলেশন-২০১৪ অনুসারে বাংলাদেশ ব্যাংক কর্তৃক সফটটেক ইনভেশন লিমিটেডকে পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট থেকে দেওয়া শর্ত সাপেক্ষে দেশের অভ্যন্তরে (amarPay) ব্র্যান্ড নামে মার্চেন্ট এগ্রিগেটর সেবা প্রদানের জন্য পেমেন্ট সিস্টেম অপারেটর (পিএসও) হিসেবে লাইসেন্স প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, পেমেন্ট সিস্টেম অপারেটর প্রধানত পেমেন্ট গেটওয়ে সার্ভিস প্রদান করে, যার সাহায্যে ই-কমার্স উদ্যোক্তারা তাদের পণ্য/সেবা মূল্য ইন্টারনেটের মাধ্যমে গ্রহণ করতে পারে। এছাড়া কিছু পেমেন্ট সিস্টেম অপারেটর-এর অবকাঠামো ব্যবহার করে ব্যাংকগুলো কার্ড ও এটিএম লেনদেন পরিচালনা করে।

শেয়ার