Top

 বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা মহানগর কমিটি ঘোষণা

২৪ নভেম্বর, ২০২৪ ১১:২১ পূর্বাহ্ণ
 বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা মহানগর কমিটি ঘোষণা
কুবি প্রতিনিধি :

কুমিল্লা মহানগরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এই কমিটির আহ্বায়ক হিসেবে আবু রায়হান, এবং সদস্য সচিব হিসেবে মুহাম্মাদ রাশেদুল হাসান দায়িত্ব পালন করবেন।

শনিবার (২৩ নভেম্বর) বিকেল পাঁচটায় “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অফিসিয়াল ফেসবুক পেইজ থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হয়েছেন মুখ্য সংগঠক মোস্তফা জিহান এবং মুখপাত্র জাবেদ আহমেদ ভূঁইয়া।

নতুন কমিটিতে ১১ জন যুগ্ম আহ্বায়ক, ১৭ জন যুগ্ম সদস্য সচিব, ২৮ জন সংগঠক এবং ১৩৮ জন সদস্য নিয়ে মোট ১৯৭ জন সদস্য নিয়ে গঠিত হয়েছে। এই কমিটি আগামী ৬ মাসের জন্য দায়িত্ব পালন করবে।

নবগঠিত কমিটির আহ্বায়ক আবু রায়হান বলেন, “সদ্য গঠিত কুমিল্লা মহানগর কমিটির সদস্যদের হাতে যে গুরুদায়িত্ব অর্পিত হয়েছে, তা নিষ্ঠার সঙ্গে পালন করে তাঁরা গোটা জাতির আমানত রক্ষা করবেন বলে আমরা আশাবাদী। পাহাড়সম চাপ সত্ত্বেও তাঁদের আগামী দিনের দুর্গম পথচলা নির্ঝঞ্ঝাট হোক-এই কামনা রইল।”

কুমিল্লাকে ‘আওয়ামী ফ্যাসিবাদের কবরস্থান’ ও ‘জুলাই বিপ্লবের রাজধানী’ হিসেবে আখ্যায়িত করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জানায়, কুমিল্লা অঞ্চল দেশের স্বাধীনতার আকাঙ্ক্ষা বাস্তবায়নে অগ্রণী ভূমিকা রাখবে। তারা বিশ্বাস করে, কুমিল্লার শিক্ষার্থীরা আগামী দিনে জাতীয় অগ্রগতিতে অবদান রাখবে।

নতুন কমিটির সদস্যরা কুমিল্লা মহানগরের আন্দোলনের পথচলা সফল করতে প্রতিজ্ঞাবদ্ধ। নেতৃবৃন্দ আশা করেন, কঠিন চ্যালেঞ্জ সত্ত্বেও এই যাত্রা নিরবচ্ছিন্ন এবং সাফল্যমণ্ডিত হবে।

এনজে

শেয়ার