Top

ছাত্র-আন্দোলনে হামলার অভিযোগে কুবি কর্মকর্তা জাকির গ্রেফতার

১৩ জানুয়ারি, ২০২৫ ৮:৩৮ অপরাহ্ণ
ছাত্র-আন্দোলনে হামলার অভিযোগে কুবি কর্মকর্তা জাকির গ্রেফতার
কুবি প্রতিনিধি :

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) মোহাম্মদ জাকির হোসেন নামের এক কর্মকর্তাকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন শিক্ষার্থীরা। তিনি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা পরিষদের সর্বশেষ কমিটির সভাপতি ছিলেন।

সোমবার (১৩ জানুয়ারি) বিকেল ৫টার দিকে তাকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন থেকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

জানা গেছে, কর্মকর্তা পরিষদের সভাপতির দায়িত্ব পালনের পাশাপাশি মোহাম্মদ জাকির হোসেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের ডেপুটি রেজিস্ট্রার হিসেবে কর্মরত ছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় তার বিরুদ্ধে একটি মামলা রয়েছে, যেখানে তিনি ১১ নম্বর আসামি।

এ ছাড়া, বিগত সরকারের আমলে শিক্ষকদের মারতে তেড়ে যাওয়া, নথি জালিয়াতিসহ আরও কয়েকটি অভিযোগের কারণে গত বছরের ৫ই জুন বিশ্ববিদ্যালয়ের ৯৫তম সিন্ডিকেট সভায় তাকে চাকরি থেকে ওএসডি করা হয়।

আটকের নেতৃত্ব দেওয়া কুবি শিক্ষার্থী হান্নান রহিম বলেন, আন্দোলন চলাকালীন সময়ে শিক্ষার্থীদের মারধরের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সেজন্য তার নামে একটি মামলাও দেওয়া হয়েছে। এছাড়া বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে দলীয় প্রভাব খাটিয়ে বিভিন্ন সময়ে শিক্ষক ও কর্মকর্তাদের তিনি লাঞ্ছিত করেছেন। শিক্ষকদের মারতেও তেড়ে গেছেন। সবমিলিয়ে তার বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে, যার প্রেক্ষিতে আজ আমরা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছি।

কোটবাড়ি পুলিশ ফাঁড়ির এসআই লিটন চাকমা বলেন, ডিবি (পুলিশের গোয়েন্দা শাখা) থেকে আমাদের বলা হয়েছে তাকে গ্রেফতার করার জন্য। তবে কোন মামলায় তাকে আটক করা হয়েছে, তা আমরা বলতে পারব না। এখান থেকে নিয়েই আমরা তাকে ডিবিতে হস্তান্তর করব।

প্রসঙ্গত, ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ জাকির হোসেনের বিরুদ্ধে নথি জালিয়াতি, সহকর্মী ও কর্মচারীদের সঙ্গে অসদাচরণ, হেনস্তা ও গালিগালাজ, জামায়াত-শিবির ট্যাগ দিয়ে হয়রানি, বিভিন্ন নিয়োগ ও টেন্ডার বাণিজ্যের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

এ ছাড়া, বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষককে হেনস্তা ও লাঞ্ছিত করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। ২০১৪ সালে নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. আবদুর রহমানকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন তিনি। ২০২২ সালে ইংরেজি বিভাগের আরেক শিক্ষককে অপমান ও হেনস্তা করেন। একই বছরের জানুয়ারি মাসে জাকির হোসেনের নেতৃত্বে রেজিস্ট্রারের কক্ষে তালা দিয়ে তৎকালীন রেজিস্ট্রার অধ্যাপক ড. আবু তাহেরকে অবরুদ্ধ করে রাখা হয়।

সর্বশেষ ২০২৪ সালের ১৯ ফেব্রুয়ারি উপাচার্যের কক্ষে শিক্ষক সমিতির নবনির্বাচিত নেতাদের থাপ্পড় মেরে দাঁত ফেলে দেওয়ার হুমকি দেন জাকির। এই ঘটনায় কুমিল্লা সদর দক্ষিণ থানায় তার বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

বিএইচ

শেয়ার