Top
সর্বশেষ
শতাধিক পণ্য সেবায় শুল্ক–কর বাড়লো পুঁজিবাজারের অনিয়ম অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠনের দাবি আকুর বিল পরিশোধের পর কমেছে রিজার্ভ ‘আর মাত্র কিছুদিন! এরপর জনগণ আপনাদের নিশ্চিহ্ন করে দিবে’ গ্যাসের দাম ১৫২ শতাংশ বৃদ্ধির প্রস্তাব: শিল্প-বাণিজ্যে অশনিসংকেত দেখছেন ব্যবসায়ীরা ‘৪৩তম বিসিএসে বাদ পড়াদের বেশিরভাগই চাকরিতে যোগ দিতে পারবেন’ রাশিয়ার সামরিক বিমানঘাঁটির তেলের ডিপোয় ইউক্রেনের হামলা ২২৭৬ নেতাকর্মীকে গুম-খুনের অভিযোগ নিয়ে ট্রাইব্যুনালে বিএনপি মালয়েশিয়ায় ৬৪ বাংলাদেশি অভিবাসী আটক রাষ্ট্রীয় পদমর্যাদা ক্রম ঠিক করতে আপিল বিভাগে আবেদন, শুনানি ১৬ জানুয়ারি

গুচ্ছ থেকে বের হতে কুবি প্রশাসনকে ৭২ ঘণ্টার আল্টিমেটাম

০৯ জানুয়ারি, ২০২৫ ৪:১৩ অপরাহ্ণ
গুচ্ছ থেকে বের হতে কুবি প্রশাসনকে ৭২ ঘণ্টার আল্টিমেটাম
কুবি প্রতিনিধি :

গুচ্ছ ভর্তি প্রক্রিয়া থেকে বেরিয়ে এসে নিজস্ব পদ্ধতির পরীক্ষায় ফিরে আসার দাবিতে তৃতীয়বারের মত মানববন্ধন করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। এ সময় দাবি বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তিন দিনের আল্টিমেটাম দিয়েছে। তিন দিনের মধ্যে গুচ্ছ থেকে বের হয়ে আসার ঘোষণা না দিলে সকল প্রকার প্রশাসনিক কার্যক্রম বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুর ২টায় প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন করে করেন।

এ সময় শিক্ষার্থীরা বলেন, গুচ্ছের অভিশাপ থেকে আমরা সবাই মুক্ত হতে চাই। কোনো শিক্ষার্থীর জীবন যেন গুচ্ছের যাঁতাকলে পিষ্ট হয়ে তার ধ্বংস না হয় এ দাবি জানান তারা। তারা আরো বলেন, আমরা আল্টিমেটাম দিচ্ছি যদি কুমিল্লা বিশ্ববিদ্যালয় গুচ্ছ থেকে বের না হয় তাহলে ক্যাম্পাসের সকল প্রশাসনিক কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে। শিক্ষার্থীদের আন্দোলনের মধ্য দিয়ে উপদেষ্টাগণ দায়িত্ব পেয়েছেন। আপনারা শিক্ষার্থীবান্ধব শিক্ষা ব্যবস্থা গ্রহণ করবেন এবং বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানে কোনো কিছু চাপিয়ে দিবেন না।

এ বিষয়ে শিক্ষার্থী হান্নান রহিম বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সকল স্টেকহোল্ডার চায় কুবি গুচ্ছ থেকে বের হয়ে আসুক। আমরা ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিচ্ছি। যদি এর মধ্যে গুচ্ছ থেকে বের হয়ে না আসে তাহলে রবিবার দুপুর ১২ টার পরে বিশ্ববিদ্যালয়ের সকল প্রশাসনিক কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে।

উল্লেখ্য, শিক্ষার্থীদের দাবির মুখে গত বছরের ১৫ ডিসেম্বর গুচ্ছ থেকে বেরিয়ে আসার ঘোষণা দেয় কুবি প্রশাসন। কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের চাপের মুখে এ সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য হয় কুবি। তার পর থেকে শিক্ষার্থীরা আন্দোলন করে আসছে।

বিএইচ

শেয়ার