“আর মাত্র কিছুদিন! এরপর জনগণ আপনাদের নিশ্চিহ্ন করে দিবে” এমন মন্তব্য করেছেন মোবাইলে আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান নগদের সাবেক ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ মিশুক।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) তার ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে তানভীর আহমেদ মিশুক লেখেন, নগদের জন্মটাই, তাদের কাছে অভিশাপ! কারণ নগদ যখন ক্যাশআউট খরচ ১১.৫০ টাকা করেছে, তাদের গত ৫ বছরে লাভ কমেছে সাড়ে পনেরো হাজার কোটি টাকা। তাই নগদ বন্ধ করার জন্য, বিগত ৫ বছর যাবৎ নগদের বিরুদ্ধে গুজব ছড়িয়ে আসছিল। এত দিনে কিছুই করতে পারে নাই। এবার সুযোগ পেয়েই নগদের অস্তিত্বে আঘাত হানছেন। আর মাত্র কিছুদিন !! এরপর জনগণ আপনাদের নিশ্চিহ্ন করে দিবে।
তিনি আরো লেখেন, মনে রাখবেন, কোটি বাঙালির হৃদয়ে নগদ ছিল, আছে, এবং থাকবে। শুধু আপনারাই হারিয়ে যাবেন। আর যারা হুকুমের গোলাম হয়ে, বুঝে কিংবা না বুঝে এখন ষড়যন্ত্রের সাথে যুক্ত আছেন, তাদের জন্য কষ্ট হয়, কারণ তাদের বাকি জীবনতো খেসারত দিতে দিতে শেষ হয়ে যাবে। দেখা হচ্ছে বিজয়ে!!
এএ