Top
সর্বশেষ
শতাধিক পণ্য সেবায় শুল্ক–কর বাড়লো পুঁজিবাজারের অনিয়ম অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠনের দাবি আকুর বিল পরিশোধের পর কমেছে রিজার্ভ ‘আর মাত্র কিছুদিন! এরপর জনগণ আপনাদের নিশ্চিহ্ন করে দিবে’ গ্যাসের দাম ১৫২ শতাংশ বৃদ্ধির প্রস্তাব: শিল্প-বাণিজ্যে অশনিসংকেত দেখছেন ব্যবসায়ীরা ‘৪৩তম বিসিএসে বাদ পড়াদের বেশিরভাগই চাকরিতে যোগ দিতে পারবেন’ রাশিয়ার সামরিক বিমানঘাঁটির তেলের ডিপোয় ইউক্রেনের হামলা ২২৭৬ নেতাকর্মীকে গুম-খুনের অভিযোগ নিয়ে ট্রাইব্যুনালে বিএনপি মালয়েশিয়ায় ৬৪ বাংলাদেশি অভিবাসী আটক রাষ্ট্রীয় পদমর্যাদা ক্রম ঠিক করতে আপিল বিভাগে আবেদন, শুনানি ১৬ জানুয়ারি

মিয়ানমারে জান্তার বিমান হামলা, নিহত ৪০

০৯ জানুয়ারি, ২০২৫ ৯:৫৭ অপরাহ্ণ
মিয়ানমারে জান্তার বিমান হামলা, নিহত ৪০
নিজস্ব প্রতিবেদক :

মিয়ানমারের পশ্চিমাঞ্চলে রাখাইন রাজ্যে বিদ্রোহীদের নিয়ন্ত্রিত একটি গ্রামে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে দেশটির সেনাবাহিনী। এ হামলায় অন্তত ৪০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। বিদ্রোহী গোষ্ঠী ও স্থানীয় দাতব্য সংস্থার বরাতে এ খবর জানিয়েছে এএফপি।

এএফপির খবরে বলা হয়, বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ) জানিয়েছে, বুধবার (৮ জানুয়ারি) দুপুর ১টা ২০ মিনিটের দিকে রাখাইন রাজ্যে তাদের নিয়ন্ত্রণে থাকা রামরি দ্বীপের কিয়াউক নি মাও নামে একটি গ্রামে বিমান হামলার ঘটনা ঘটে। সেনাবাহিনী আগে থেকে আক্রমণের ঘোষণা দেয়নি।

আরাকান আর্মির মুখপাত্র খাইং থুখা জানান, যুদ্ধবিমান থেকে বোমা হামলা চালানো হয়। এতে আগুন লেগে ৫ শতাধিক বাড়িঘর পুড়ে গেছে। তিনি আরও জানান, প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী ৪০ বেসামরিক মানুষ নিহত ও ২০ জন আহত হয়েছেন।

খাইং থুখা আরও বলেন, ‘নিহতরা সকলেই বেসামরিক নাগরিক। হতাহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে।’ তবে গ্রামটিকে কেন লক্ষ্যবস্তু করা হল তা স্পষ্ট নয়। স্থানীয় একটি দাতব্য গোষ্ঠীর নেতা এবং স্বাধীন গণমাধ্যমও বিমান হামলা এবং হতাহতের খবর জানিয়েছে।

মিয়ানমারে ২০২১ সালে বেসামরিক সরকার উৎখাত করে সামরিক শাসন জারি হয়। এরপর থেকেই ব্যাপক প্রতিবাদ বিক্ষোভ শেষ পর্যন্ত সশস্ত্র বিদ্রোহে রূপ নেয়। জান্তাবিরোধী থ্রি বাদারহুড অ্যালায়েন্সের একটি হল আরাকান আর্মি।

২০২৩ সালের অক্টোবরে জান্তা বাহিনীর বিরুদ্ধে ব্যাপক অভিযান শুরু করে সশস্ত্র বাহিনীটি। এতে চীন সীমান্ত সংলগ্ন এলাকায় উল্লেখযোগ্য সাফল্য পায় তারা। গোষ্ঠীটি সম্প্রতি রাখাইনের বেশিরভাগ অঞ্চলসহ বাংলাদেশের সাথে মিয়ানমারের সীমান্তের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে।

বিএইচ

শেয়ার