ঢাকা কলেজের অডিটোরিয়ামে অনুষ্ঠান চলমান অবস্থায় কলেজের অভ্যন্তরে টেনিস গ্রাউন্ডে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বেলা ১টা ৪০ মিনিটের দিকে এমন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই সময়ে কলেজ অডিটোরিয়ামে ‘পরিবর্তনের ছাত্র রাজনীতি’ শীর্ষক সংলাপ চলছিল। এর মধ্যেই এই ঘটনা ঘটে।
তবে এ ঘটনার সাথে জড়িতদের কাউকে শনাক্ত করতে পারিনি কলেজ কর্তৃপক্ষ।
প্রত্যক্ষদর্শী ঢাকা কলেজের দুই নং গেটম্যান জয়দ্বীপ সরকার বলেন, আমি গেইটের সামনে দাঁড়িয়েছিলাম। হঠাৎ পিছনের দিকে নায়েমের গলি সংলগ্ন দেয়ালে কাছে ককটেল বিস্ফোরণ হয়। তীব্র ধোয়া ও বারুদের গন্ধে আমরা সবাই ভয় পেয়েছি মনে করলাম বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা কলেজ শাখার আহ্বায়ক আফজাল হোসেন রাকিব বলেন, কেমন ছাত্র রাজনীতি ঢাকা কলেজ চাই এটা নিয়ে আজকের প্রোগ্রাম হয়েছে। কেমন ছাত্র রাজনীতি চাই সেটা ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ করে দেখিয়ে দিয়েছে। কলেজ প্রশাসন যদি কোন পদক্ষেপ না নেয়, তারা যদি জিরো টলারেন্স নীতি অবলম্বন না করে, সেখানে ছাত্র সংগঠন গুলো স্থিতিশীল থাকতে পারবে না। আমরা দেখেছি একটা ছাত্র সংগঠনের পদবঞ্চিতরা ও যারা পদ পেয়েছে তাদেরকে নিয়ে ক্যাম্পাসে ঝামেলা হয়েছে, ককটেল বিস্ফোরণ হয়েছে। কলেজ প্রশাসন তখন কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করেনি এজন্য আজকের এই ঘটনা ঘটেছে।
ঢাকা কলেজ অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস বলেন, আমরা সিসিটিভি দেখে খুব দ্রুত জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। আমরা কোনো ছাত্র সংগঠনকে অধিক প্রাধান্য বা বঞ্চিত করবো না। এবং আমরা কাউকে অধিক প্রাধান্য দিবো না সবাইকে একসাথে নিয়ে চলবো।
বিএইচ