Top

ছুটির দিনেও খোলা থাকছে ইবির কেন্দ্রীয় লাইব্রেরি, প্রজ্ঞাপন জারি

০৮ জানুয়ারি, ২০২৫ ৬:১৩ অপরাহ্ণ
ছুটির দিনেও খোলা থাকছে ইবির কেন্দ্রীয় লাইব্রেরি, প্রজ্ঞাপন জারি
ইবি প্রতিনিধি :

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) খাদেমুল হারামাইন বাদশা ফাহদ বিন আব্দুল আজিজ কেন্দ্রীয় লাইব্রেরি ছুটির দিনেও খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। আগামীকাল বৃহস্পতিবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে।

বুধবার কেন্দ্রীয় লাইব্রেরির ভারপ্রাপ্ত গ্রন্থাগারিক বিষয়টি নিশ্চিত করেছেন। একইসঙ্গে লাইব্রেরিতে অতিদ্রুত শিক্ষার্থীদের জন্য জব কর্নারের ব্যবস্থা করা হবে বলেও জানা গেছে।

এদিকে সম্প্রতি বিভিন্ন সময় শিক্ষার্থীরা ছুটির দিনেও বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি খোলা রাখা এবং লাইব্রেরিতে নিজস্ব বই নিয়ে পড়ার ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে আসছিলেন। শিক্ষার্থীদের দাবির বিষয়টি বিবেচনায় নিয়ে এখন থেকে সাপ্তাহিক ছুটির দিনে বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে বিকেল চারটা পর্যন্ত কেন্দ্রীয় লাইব্রেরি খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। ইতোমধ্যে রেজিস্ট্রার দপ্তর থেকে বিভাগ, ডিন ও সংশ্লিষ্ট দপ্তরগুলোতে এই সংক্রান্ত প্রজ্ঞাপন পাঠানো হয়েছে।

রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রমে গতিশীলতা আনয়নের নিমিত্তে এখন থেকে প্রতি বৃহস্পতিবার সাপ্তাহিক ছুটির দিনে কেন্দ্রীয় গ্রন্থাগারের পাঠ কক্ষ সকাল ৯ টা হতে বিকেল ৪ টা পর্যন্ত খোলা থাকবে।

কেন্দ্রীয় গ্রন্থাগারের ভারপ্রাপ্ত গ্রন্থাগারিক আবু জাফর জানান, শিক্ষার্থীদের দাবির বিষয়টি বিবেচনায় নিয়ে ছুটির দিনেও লাইব্রেরি খোলা রাখার বিষয়ে কর্তৃপক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। কালকে বৃহস্পতিবার থেকে লাইব্রেরি খোলা রাখা হবে। ইতোমধ্যে রেজিস্ট্রার দপ্তর থেকে বিভিন্ন বিভাগে চিঠি পাঠানো হয়েছে। ছুটির শিডিউল অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের বাসসমূহ চালু থাকবে।

তিনি আরও বলেন, জব কর্নার চালুর বিষয়ে আমরা প্রস্তুত আছি। নীচ তলার একটি কক্ষে জব কর্নার চালুর বিষয়ে পরিকল্পনা করা হয়েছে। সেখানে শিক্ষার্থীরা নিজস্ব বই নিয়ে পড়তে পারবেন। কর্তৃপক্ষ নির্দেশনা মোতাবেক দ্রুত সেটি উদ্বোধন করা হবে।

এম জি

শেয়ার