Top
সর্বশেষ

খালেদা জিয়ার সুস্থতা কামনায় জাবিতে দোয়া মাহফিল

০৭ জানুয়ারি, ২০২৫ ৯:৫৪ অপরাহ্ণ
খালেদা জিয়ার সুস্থতা কামনায় জাবিতে দোয়া মাহফিল
জাবি প্রতিনিধি :

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের সাবেক সভাপতি এবং কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানার উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) আসরের নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে এই মাহফিল আয়োজন করা হয়। এতে ছাত্রদল নেতারা খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য বিশেষ দোয়া করেন।

দোয়া মাহফিলে সোহেল রানা বলেন, বেগম খালেদা জিয়া ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ আদর্শের প্রতীক। তাঁর প্রতি অবিচার দেশের গণতান্ত্রিক মূল্যবোধকে আঘাত করেছে। আমরা তাঁর দ্রুত সুস্থতা কামনা করি এবং জনগণের প্রতি আহ্বান জানাই, সবাই যেন তাঁর জন্য দোয়া করেন।

শাখা ছাত্রদল নেতা মনিরুজ্জামান সাগর বলেন, “গণতন্ত্রের প্রতীক ও আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য লাভে আমরা মহান আল্লাহর কাছে প্রার্থনা করছি।”

ছাত্রদল নেতা জাকিরুল ইসলাম বলেন, “বেগম খালেদা জিয়া শুধু একজন নেত্রী নন, তিনি জাতির প্রেরণা। তাঁর অসুস্থতা আমাদের গভীর উদ্বেগের কারণ। আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন।”

দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন জাবি ছাত্রদল নেতা শাহান ভূঁইয়া, আদনান করিম, সাদিকুল ইসলাম, এসএম আমিনুল ইসলাম, মোসাদেকুর রহমান, আবিদুর রহমান, আলী আরাফাত খানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়াও মাহফিলে অংশ নেন ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মুমিনুল ইসলাম নাইম, মোস্তফা কামাল লিটন, ইউসুফ আকন্দ সাগরসহ আরও অনেকে।

উল্লেখ্য, গুরুতর অসুস্থ বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য দীর্ঘদিন বিদেশে যেতে না পারলেও আজ যুক্তরাজ্যে যাচ্ছেন তিনি। তাঁর দ্রুত সুস্থতার জন্য দেশব্যাপী দোয়া কামনা করা হচ্ছে।

বিএইচ

শেয়ার