Top

সামরিক আগ্রাসন বন্ধ হোক, বিশ্ব আর বিপর্যস্ত হতে চায়না

০১ মার্চ, ২০২২ ৬:১২ অপরাহ্ণ
সামরিক আগ্রাসন বন্ধ হোক, বিশ্ব আর বিপর্যস্ত হতে চায়না
ডিআইইউ প্রতিনিধি :

রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। সোমবার, রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন পূর্ব ইউক্রেনের দুটি বিচ্ছিন্ন অঞ্চল – ডোনেস্ক এবং লুহানস্ক – তাদের স্বাধীন স্বীকৃতি দেওয়ার পরে সেনা পাঠিয়েছিলেন। কিন্তু এর ইতিহাস খুঁজতে গেলে পৌঁছে যেতে হবে প্রায় ৮০ বছর আগে। বলা যেতে পারে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে।রাশিয়া-ইউক্রেন সংকটের পেছনে উত্তর আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন (ন্যাটো) রয়েছে বলে মনে করা হচ্ছে। ন্যাটো ১৯৪৯ সালে গঠিত হয়েছিল। ইউক্রেন ন্যাটোর অংশ হতে চায়, কিন্তু রাশিয়া এর বিপক্ষে। রাশিয়া আশঙ্কা করছে ইউক্রেন ন্যাটোতে যোগ দিলে ন্যাটো দেশগুলোর বাহিনী তার সীমান্তে থাকবে। কিন্তু রাশিয়া কেন ন্যাটোকে এত ঘৃণা করে? প্রথমেই বুঝে নেওয়া যাক নাটো কি?

দ্বিতীয় বিশ্বযুদ্ধ ১৯৪৯ থেকে ১৯৫৫ সালের পর্যন্ত হয়েছিল। এর পরে, সোভিয়েত ইউনিয়ন পূর্ব ইউরোপ থেকে বাহিনী প্রত্যাহার করতে অস্বীকার করে। ১৯৪৮ সালে বার্লিন প্রদক্ষিণ করে। এটি মার্কিন যুক্তরাষ্ট্রকে ১৯৪৯ সালে ন্যাটোর মাধ্যমে সোভিয়েত সম্প্রসারণবাদের মোকাবিলা করতে প্ররোচিত করে। যখন ন্যাটো গঠিত হয় তখন এর ১২টি সদস্য দেশ ছিল। এতে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, কানাডা, ইতালি, নেদারল্যান্ডস, আইসল্যান্ড, বেলজিয়াম, লুক্সেমবার্গ, নরওয়ে, পর্তুগাল এবং ডেনমার্ক ছাড়াও অন্তর্ভুক্ত রয়েছে। বর্তমানে ন্যাটোর ৩০টি সদস্য দেশ রয়েছে।ন্যাটো একটি সামরিক জোট যা একটি অভিন্ন নিরাপত্তা নীতিতে কাজ করার আদেশ দেয়। যদি একটি ন্যাটো সদস্য দেশ আক্রমণ করা হয়, এটি সমস্ত ন্যাটো সদস্য দেশগুলির উপর আক্রমণ হিসাবে বিবেচিত হয়। সমস্ত ন্যাটো সদস্য দেশ এই আক্রমণের বিরুদ্ধে ব্যবস্থা নেয়।সম্প্রতি ইউক্রেন ন্যাটোতে যোগদানের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে। যা রাশিয়ার পছন্দ হয়নি। শুধু তাই নয় দীর্ঘদিন যাবৎ ইউক্রেনের যুক্তরাস্ট্র ঘনিষ্ঠতা মোটেই পছন্দ হয়নি পুতিনের। ইউক্রেন ন্যাটোতে যোগদান করলে রাশিয়া পুরোপুরি আমেরিকার অস্ত্র দ্বারা চারদিক দিয়ে ঘেরা পড়তো। অনেক আগে থেকেই রাশিয়ার আশেপাশের দেশগুলো ন্যাটোতে যোগদানের ফলে কিছুটা চিন্তিতই ছিল রাশিয়া। পুতিন প্রশ্ন তুলেছিলেন, “আমেরিকা ক্ষেপণাস্ত্র নিয়ে আমাদের দোরগোড়ায় এসেছে। কানাডা বা মেক্সিকো সীমান্তে ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হলে আমেরিকা কেমন অনুভব করবে?” তবে তার এই কথায় কর্ণপাত না করার দরূণ এবং ইউক্রেন কে বারবার নিষেধ করা সত্ত্বেও ন্যাটোতে যোগদানের সিদ্ধান্তকে রাশিয়া ভাল চোখে নেয়নি৷ ফলে কয়েকদিন যাবৎ ইউক্রেনে সামরিক অভিযান চালু রেখেছে রাশিয়া। এতে ইউক্রেন নয় পুরো ইউরোপ তথা পুরো বিশ্ব রাজনীতি এবং অর্থনীতিতে ব্যাপক প্রভাব পড়েছে। ইউক্রেন ভেবেছিলো তাদের দীর্ঘদিনের বন্ধু আমেরিকা এই আগ্রাসনের বিরুদ্ধে তাদের পাশে সর্বত্মক সাহায্য দিয়ে থাকবে। তবে তাদের এই আশায় গুড়ে বালি। আমেরিকা সম্পর্কে কিউবার সাবেক প্রেসিডেন্ট ফিদেল ক্যাস্ত্রো বলেছিলেন, ” When USA is your friend, you don’t need enemy. ” অর্থাৎ তোমার বন্ধু যখন আমেরিকা তখন তোমার কোনো শত্রুর প্রয়োজন নেই। বাস্তবিক অর্থেই তার কথা অক্ষরে অক্ষরে ফলেছে। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে আমেরিকা নিন্দা এবং বিবৃতি দেওয়া ছাড়া কার্যত কোনো পদক্ষেপ এখনও অব্ধি গ্রহণ করেনি। ইউক্রেনের প্রেসিডেন্ট জিলোনেস্কির ভুল পদক্ষেপের দরূন তার দেশ এবং দেশের মানুষ চরম সংকটে দিনযাপন করছে।যদিও ন্যাটোর কিছু সদস্য দেশ যেমনঃ ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস ইউক্রেন কে সামরিক সরঞ্জাম দিয়ে সহয়তা করছে তবে তা প্রয়োজনের তুলনায় অনেক কম। বলা চলে ইউক্রেনের কাছে রাশিয়ার শর্ত পূরণ ছাড়া এখন অব্ধি আর কোনো রাস্তা নেই। তবে যায় হোক, কোনো দেশের বিরুদ্ধে এই ধরণের আগ্রাসন কোনোমতেই কাম্য নয়। বিশ্লেষক দের মতে এই অবস্থা চলতে থাকলে বিশ্ব হয়তো আরেক টি বিশ্বযুদ্ধ দেখতে পাবে। যা কারোর কাছেই কাম্য নয়। বিশ্বের শান্তিকামী প্রত্যেক টি মানুষ চাই এই আগ্রাসন শীঘ্রই আলোচনার মাধ্যমে বন্ধ হোক। “করোনা মহামারী” তে বিপর্যস্ত এই বিশ্ব আর বিপর্যস্ত হতে প্রস্তুত নয়।

শাদমান ইয়াসার, ছাত্র, আইন ও বিচার বিভাগ, বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি।

শেয়ার